মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • বাংলাদেশ দলে হামজা-শমিতের অন্তর্ভুক্তি, ঘোষণা হলো সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াড

    বাংলাদেশ দলে হামজা-শমিতের অন্তর্ভুক্তি, ঘোষণা হলো সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার, ২৮ মে বিকেলে জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা স্কোয়াডের তালিকা প্রকাশ করেন।

    আসন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যুক্ত হয়েছেন তিন প্রবাসী ফুটবলার—হামজা চৌধুরী, শমিত সোম এবং তরুণ উইঙ্গার ফাহমিদুল ইসলাম। এরই মধ্যে ইতালির রোম থেকে ঢাকায় এসে পৌঁছেছেন ১৮ বছর বয়সী ফাহমিদুল, যিনি বুধবার সকালে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন এবং প্রথম দিন থেকেই অনুশীলনে অংশ নিচ্ছেন।

    অন্যদিকে, ইংল্যান্ডে থাকা হামজা চৌধুরীর ২ বা ৩ জুনের মধ্যে দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। শমিত সোম আসবেন ৪ জুন। তাই ৪ জুনের প্রস্তুতি ম্যাচে এই দুই ফুটবলারের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মূল ম্যাচে তাদের সম্পূর্ণ ভূমিকা রাখার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

    এই দলটি বাছাই করা হয়েছে ১০ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে। দলের নির্বাচনে ফর্ম ও সাম্প্রতিক পারফরম্যান্সকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোচ।
    এবারের দলে বড় চমক হয়ে এসেছেন আবাহনীর ফর্মে থাকা ফরোয়ার্ড সুমন রেজা। ফেডারেশন কাপে দুর্দান্ত পারফরম্যান্স করায় এই অভিজ্ঞ স্ট্রাইকারকে এবার আস্থা রাখলেন জাতীয় দলের কোচ।

    দলে আছেন মৌসুমজুড়ে ধারাবাহিকভাবে ভালো খেলা মোহাম্মদ ইব্রাহিম। আবাহনীর হয়ে গোটা মৌসুম জুড়ে গোল ও অ্যাসিস্টে অবদান রাখা এই ফরোয়ার্ড দলে জায়গা পাওয়ায় অনেকটাই স্বস্তিতে বাফুফে।

    অন্যদিকে, ভারতের বিপক্ষে সর্বশেষ ২৩ জনের স্কোয়াডে থাকা চন্দন রায় এবার বাদ পড়েছেন। মাঝমাঠে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    স্কোয়াডে যারা আছেন:
    মিডফিল্ডার: হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত সোম , সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মুজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি

    ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন

    ডিফেন্ডার: তারিক কাজী, তপু বর্মণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, সাদ উদ্দিন

    গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ

    ম্যাচের সময়সূচি:
    তারিখ: ১০ জুন ২০২৫

    স্থান: ঢাকার জাতীয় স্টেডিয়াম

    এই ম্যাচটি বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার একটি গুরুত্বপূর্ণ ধাপ। কোচ হাভিয়ের কাবরেরা এই স্কোয়াডের মাধ্যমে দলের শক্তি বাড়ানোর চেষ্টা করছেন। চূড়ান্ত স্কোয়াড ২৩ জনে নামিয়ে আনা হবে ম্যাচের আগে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন