মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • বিসিবির সম্ভাব্য সভাপতি বুলবুল

    “ভালো নির্বাচনই লক্ষ্য, দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছা নেই”

    “ভালো নির্বাচনই লক্ষ্য, দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছা নেই”
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় মনোনয়ন বাতিল হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বোর্ড সভাপতির পদ হারিয়েছেন ফারুক আহমেদ। তার স্থলাভিষিক্ত হিসেবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে ঘোষণা করা হতে পারে। শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।

    বুলবুল বলেছেন, তার মূল লক্ষ্য হলো একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। “ভালো নির্বাচন আয়োজন এবং একটি কার্যকর বোর্ড গঠন করাই আমার প্রধান লক্ষ্য। দীর্ঘমেয়াদে সভাপতির দায়িত্বে থাকার ইচ্ছে নেই। নির্বাচনে অংশ নেওয়ারও ইচ্ছা নেই,” বলেন তিনি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে।

    প্রথমবারের মতো সরকার থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেয়ে বিসিবিতে কাজ করতে রাজি হয়েছেন বুলবুল। তিনি বলেন, “আগে কখনও এমন দায়িত্ব পাইনি। এবার সুযোগ পেয়েছি, তাই কাজ করব। আপাতত নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে।”

    বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করা বুলবুল জানান, বিসিবির প্রস্তাব পাওয়ার পর বিষয়টি আইসিসির সঙ্গে আলোচনা করেছেন। আইসিসি তাকে অনির্দিষ্টকালের ছুটি দিয়েছে এবং বাংলাদেশে কাজ করার সবুজ সংকেত দিয়েছে।

    বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, এনএসসি থেকে কাউন্সিলর হিসেবে নিযুক্ত হয়ে পরিচালকের পদ পেলে, পরিচালকদের ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ থাকেন। এই প্রক্রিয়াতেই ফারুক আহমেদ নির্বাচিত হয়েছিলেন এবং একইভাবে বুলবুলও নির্বাচনের সম্ভাবনায় রয়েছেন।

    ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া আমিনুল ইসলাম বুলবুল দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও। খেলোয়াড়ি জীবনের পর তিনি দীর্ঘদিন ধরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসিতে কোচ ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন