মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • বোর্ড নেতৃত্বে ফিরতে চান সাবেক অধিনায়ক আমিনুল

    বোর্ড নেতৃত্বে ফিরতে চান সাবেক অধিনায়ক আমিনুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে আসতে আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। একসময় দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাস গড়া এই ক্রিকেট ব্যক্তিত্ব দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে কাজ করলেও এবার দেশের ক্রিকেট প্রশাসনে সক্রিয় ভূমিকায় আসতে প্রস্তুত বলেই জানা গেছে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ পদে পরিবর্তন আসছে—এমন গুঞ্জন বুধবার রাত থেকেই বাস্তবতার রূপ নিতে শুরু করে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সরকারের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই বিসিবির নেতৃত্বে রদবদল আনার উদ্যোগ চলছিল। সেই ধারাবাহিকতায় বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসভবনে গিয়ে দেখা করেন বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

    সেই বৈঠকে ফারুক আহমেদকে পদত্যাগের ইঙ্গিত দেওয়া হয়। জানা যায়, এ সময় ফারুক কিছু প্রশ্ন তুললেও ক্রীড়া উপদেষ্টা তার কোনও উত্তর দেননি। ফলে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না নিয়ে পদত্যাগ নিয়ে চিন্তাভাবনার জন্য কয়েকদিন সময় চান ফারুক আহমেদ।

    এদিকে, সূত্র বলছে, সরকার অন্তর্বর্তীকালীন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুলকে বসানোর ব্যাপারে অগ্রসর হচ্ছে। সম্প্রতি তার দেশে ফেরার পর থেকেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

    আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে বুলবুলের সঙ্গে যোগাযোগ করে জাগো নিউজ। সে সময় তিনি বিমানবন্দরে ছিলেন এবং ব্যক্তিগত কারণে বিস্তারিত কথা বলতে পারেননি। তবে দেশের একটি গণমাধ্যমকে এর আগেই তিনি জানান, বিসিবিতে কিছু সময়ের জন্য দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।

    বুলবুল বলেন,
    “আমাকে বিসিবির দায়িত্ব নিতে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। আমি ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বা গতকালের বৈঠকে ছিলাম না। তবে ১০-১৫ দিন আগে উপদেষ্টার পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা আমাকে কিছু সময়ের জন্য দেশের ক্রিকেটে একটি ভূমিকার প্রস্তাব দেন। আমি তাতে রাজি হয়েছি।”

    বুলবুলের বক্তব্যে স্পষ্ট, বিসিবিতে নেতৃত্ব পরিবর্তন একরকম সময়ের ব্যাপার মাত্র। যদিও সরকার এই রদবদল খুব সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে চায়, যাতে আইসিসির বিধিনিষেধের মুখে না পড়তে হয়। কারণ, সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ প্রমাণিত হলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে নিষেধাজ্ঞার আশঙ্কা থেকেই যায়।

    ফলে বোর্ডের অভ্যন্তরীণ কাঠামো অনুসরণ করেই ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি করা হতে পারে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন