মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • চেলসির রাজত্ব সম্পূর্ণ, উয়েফার তিন শিরোপাই এবার তাদের

    চেলসির রাজত্ব সম্পূর্ণ, উয়েফার তিন শিরোপাই এবার তাদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল ম্যাচে শুরুতে রিয়াল বেটিসই দিয়েছিল চমক। ম্যাচের মাত্র ৯ মিনিটেই ইজালজৌলুরি গোল করে এগিয়ে দেন স্প্যানিশ ক্লাবটিকে। প্রথমার্ধেও এই লিড ধরে রাখে বেটিস।

    তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্লুজরা। ম্যাচের ৬৫ মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করে সমতা ফেরান। এরপর আর থেমে থাকেনি দলটি। একের পর এক আক্রমণে কোণঠাসা করে ফেলে বেটিসকে।

    শেষ পর্যন্ত ৪-১ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে ব্লুজরা, যারা প্রথমার্ধে পিছিয়ে পড়েও দেখিয়েছে দুর্দান্ত প্রতিশোধের মানসিকতা।
    উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেটিসকে ৪-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে চেলসি। এনজো মারেস্কার দলটি হয়ে উঠেছে ইউরোপের প্রথম ক্লাব, যারা উয়েফার তিনটি প্রতিযোগিতা—চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ—সবকটির শিরোপাই জিতেছে।

    প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় চেলসি। ৯ মিনিটে বেটিসের হয়ে ইজালজৌলুরি গোল করে এগিয়ে দেন দলকে। তবে ৬৫ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে ব্লুজরা। এরপরই ম্যাচে দাপট দেখাতে শুরু করে তারা।

    ৭০ মিনিটে নিকোলাস জ্যাকসন গোল করে চেলসিকে লিড এনে দেন। এরপর ৮৩ মিনিটে জাদন সানচোর নিখুঁত ফিনিশিং রিয়াল বেটিসের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন একরকম গুঁড়িয়ে দেয়। যোগ করা সময়ে ময়েস কেইসেডো আরও একটি গোল করে চূড়ান্তভাবে নিশ্চিত করেন শিরোপা।

    বেটিস দ্বিতীয়ার্ধে অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে, যা উল্টো ফল এনে দেয় তাদের জন্য। একের পর এক আক্রমণে ধসে পড়ে রক্ষণভাগ, আর তারই সুযোগ নেয় আক্রমণাত্মক চেলসি।

    এই জয়ে চেলসির শোকেসে যুক্ত হলো তাদের দশম আন্তর্জাতিক শিরোপা, যার মধ্যে রয়েছে সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপও।

    এদিকে ঘরোয়া লিগে চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছে ব্লুজদের মৌসুম। তবে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে চেলসি লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করেছে এবং নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা।

    চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় আগামী ট্রান্সফার উইন্ডোতে দল শক্তিশালী করার বড় সুযোগ পাচ্ছে চেলসি—নতুন মৌসুমে আরও ধারালো হওয়ার লক্ষ্য নিয়েই।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন