মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • মেসি-সুয়ারেজের জোড়া গোল, জয়ে ফিরল ইন্টার মায়ামি

    মেসি-সুয়ারেজের জোড়া গোল, জয়ে ফিরল ইন্টার মায়ামি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাঠের বাইরের বন্ধুত্ব এবার রূপ নিয়েছে ব্যবসায়িক অংশীদারিত্বে। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ সম্প্রতি যৌথ মালিকানায় একটি ক্লাব চালুর ঘোষণা দিয়েছেন। তবে একদিন বাদেই প্রমাণ করে দিলেন—মাঠে তাদের বোঝাপড়াতেও এতটুকু ভাটা পড়েনি।

    মেজর লিগ সকারে (এমএলএস) মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির ৪-২ গোলের দাপুটে জয়ে বড় ভূমিকা রাখেন এই দুই লাতিন কিংবদন্তি। ম্যাচে মেসি ও সুয়ারেজ দুজনই করেন জোড়া গোল। তাদের পুরনো ‘বার্সা যুগলবন্দী’ যেন ফিরে আসে মায়ামির জার্সিতেও।

    দুজনের স্নিগ্ধ বন্ধুত্ব যেমন এখন ব্যবসায়িক মঞ্চে, তেমনি মাঠে তাদের গোল উদ্‌যাপনেও ফুটে উঠছে পুরনো রসায়নের ঔজ্জ্বল্য।

    ম্যাচের ২৭ মিনিটেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি গোল করে এগিয়ে দেন ইন্টার মায়ামিকে। এরপর ৬৮ মিনিটে উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের প্রথম গোলেও সরাসরি অবদান রাখেন মেসিই—চমৎকার এক অ্যাসিস্টে।

    মাত্র তিন মিনিট পর, ৭১ মিনিটে আরও একবার গোল করেন সুয়ারেজ, স্কোরলাইন দাঁড়ায় ৩-০। তবে ৭৪ মিনিটে ড্যান্টে সিলির গোলে একটুখানি আশা জাগায় মন্ট্রিয়ল। সেই আশায় জল ঢেলে দেন মেসি, ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে আবারও ম্যাচের নিয়ন্ত্রণে নিয়ে আসেন দলকে। স্টপেজ টাইমে ভিক্টর লোটুরি একটি গোল করে ব্যবধান ৪-২ করলেও ম্যাচে আর ফিরতে পারেনি কানাডিয়ান ক্লাবটি।

    এই জয় ইন্টার মায়ামিকে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে নিয়ে গেছে। এখন পর্যন্ত ৭ জয় ও ৫ ড্র মায়ামির। উল্লেখযোগ্যভাবে, আগের চার ম্যাচে দলটি জয়ের দেখা পায়নি—দুটি ড্র ও দুটি হারে ভুগছিল তারা।

    ম্যাচ শেষে সুয়ারেজ বলেন,
    "আমাদের আগের পারফরম্যান্স ভালো ছিল না। দায়টা আমাদেরই নিতে হবে। এই জয় আমাদের আত্মবিশ্বাস ফেরাবে। আমরা জানি, ঘুরে দাঁড়াতে হলে এই ধরনের ম্যাচেই জিততে হয়।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন