মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • সিঙ্গাপুর ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা বাফুফের

    সিঙ্গাপুর ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা বাফুফের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

    বুধবার (২৮ মে) বিকেলে জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা এই দল ঘোষণা করেন।

    আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচ। তার আগে ৪ জুন একই ভেন্যুতে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যা মূল ম্যাচের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে।

    সামনের দুটি ম্যাচ ঘিরে দলে যুক্ত হয়েছেন তিন প্রবাসী ফুটবলার। হামজা চৌধুরী, শমিত সোম ও ইতোমধ্যে দেশে এসে যোগ দেওয়া ফাহমিদুল ইসলাম। ইতালির রোম থেকে ঢাকায় এসে বুধবার সকালে পৌঁছেছেন ১৮ বছর বয়সী উইঙ্গার ফাহমিদুল। যদিও ৪ জুনের প্রস্তুতি ম্যাচে হামজা ও শমিতের খেলার সম্ভাবনা খুবই কম। হামজার দেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ২ বা ৩ জুন এবং শমিত আসবেন ৪ জুন। ক্যাম্পের প্রথম দিন থেকেই অংশ নিচ্ছেন ফাহমিদুল। সিঙ্গাপুর ম্যাচে তাদের পূর্ণাঙ্গ অংশগ্রহণের আশা করছে টিম ম্যানেজমেন্ট।

    ২৬ জনের দলে চমক সুমন রেজা। ফেডারেশন কাপে দারুণ খেলা আবাহনীর এই ফরোয়ার্ডকে দলে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা, আছেন মৌসুমজুড়ে ফর্মে থাকা আবাহনীর আরেক ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমও। তবে ভারতের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায়।

    ২৬ জনের প্রাথমিক দলে তিন গোলকিপার—মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। বসুন্ধরা কিংস থেকে আছেন ছয়জন—শেখ মোরছালিন, মজিবুর রহমান জনি, সাদ উদ্দিন, সোহেল রানা, তারিক কাজী ও রাকিব হোসেন।

    গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও ড্র করে হংকংয়ের সঙ্গে। তাতে এই চার দলেরই পয়েন্ট এখন সমান এক।

    বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

    গোলরক্ষক: মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসাইন, মেহেদি হাসান শ্রাবণ।

    ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ।

    মিডফিল্ডার: মো. হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সমিত সোম।

    ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা।

    আসন্ন দুটি ম্যাচ ঘিরে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে আগামী ৩০ মে। প্রস্তুতি ম্যাচ ও বাছাইপর্বের মূল ম্যাচে পারফর্ম করেই মূল একাদশে জায়গা করে নেওয়ার লক্ষ্য থাকবে প্রত্যেকের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন