মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • দীর্ঘমেয়াদি চুক্তিতে বার্সায় থেকে গেলেন ইয়ামাল

    দীর্ঘমেয়াদি চুক্তিতে বার্সায় থেকে গেলেন ইয়ামাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গুঞ্জন চলছিল কিছুদিন ধরেই, এবার তা আনুষ্ঠানিক রূপ পেল। বার্সেলোনা নিশ্চিত করেছে, তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছে ক্লাবটি। এই চুক্তির মাধ্যমে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত কাতালান ক্লাবেই থাকবেন স্প্যানিশ ফরোয়ার্ড।

    মাত্র ১৬ বছর বয়সেই নজর কেড়েছেন তিনি অসাধারণ প্রতিভা ও পরিণত ফুটবল দিয়ে। ভবিষ্যতের তারকাকে হাতছাড়া করতে চায়নি বার্সা, তাই আগেভাগেই দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে নিশ্চিত করল তার ভবিষ্যৎ।

    মাত্র ১৫ বছর বয়সে, ২০২৩ সালের ২৯ এপ্রিল বার্সেলোনার মূল দলে অভিষেক হয়েছিল লামিনে ইয়ামালের। মাতারোতে জন্ম নেওয়া এই প্রতিভাবান ফরোয়ার্ড ক্লাব ফুটবলের গণ্ডি পেরিয়ে ইতোমধ্যেই বিশ্ব ফুটবলেও নিজের দক্ষতার ছাপ রাখছেন।

    লা মাসিয়ায় তার যাত্রা শুরু মাত্র সাত বছর বয়সে। এরপর থেকে প্রতিভা, পরিশ্রম ও ধারাবাহিক পারফরম্যান্সে আজ তিনি জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা তরুণদের কাতারে। মাত্র ১৭ বছর বয়সেই নাম উঠেছে ফুটবল দানবদের আলোচনায়।

    এই মৌসুমে বার্সার ঘরোয়া ট্রেবল জয়ে (লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইয়ামাল। এরই মধ্যে বার্সেলোনার হয়ে মাঠে নেমেছেন ১০৬ ম্যাচে, যেখানে ২৫ গোল ও ৩৪টি অ্যাসিস্ট করেছেন। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বার্সার জার্সিতে ১০০ ম্যাচ খেলার রেকর্ডটিও এখন তার দখলে।

    তরুণ এই ফরোয়ার্ডকে আরও ছয় বছরের জন্য দলে রেখে বার্সেলোনা জানিয়ে দিল—এই প্রতিভা কেবল ভবিষ্যৎ নয়, বরং বর্তমানেও তাদের বড় ভরসা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন