মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • আইপিএল প্লে-অফে বৃষ্টির শঙ্কা, কীভাবে ঠিক হবে ফল?

    আইপিএল প্লে-অফে বৃষ্টির শঙ্কা, কীভাবে ঠিক হবে ফল?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইপিএল ২০২৫ এখন জমজমাট চূড়ান্ত পর্বে পৌঁছেছে। চার সেরা দল—পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স—ইতোমধ্যে নিশ্চিত করেছে প্লে-অফের টিকিট। সমর্থকরা যখন দমবন্ধ করা রোমাঞ্চের অপেক্ষায়, ঠিক তখনই হঠাৎ ছায়া ফেলতে শুরু করেছে কিছু অনিশ্চয়তা—আক্ষরিক অর্থে আবহাওয়া নিয়ে, আবার প্রতীকীভাবে মাঠের বাইরের নানা প্রসঙ্গ ঘিরেও।

    আইপিএল প্লে-অফে বৃষ্টি-শঙ্কা: ম্যাচ ভেসে গেলে কী হবে?
    আইপিএল ২০২৫ এর প্লে-অফ পর্ব শুরু হওয়ার মুখে, কিন্তু তার আগেই ভেসে উঠেছে এক অজানা শঙ্কা—আবহাওয়া। ভারতের বিভিন্ন অঞ্চলে বর্ষার আগমন বার্তা দিয়েছে প্রকৃতি, আর সেই সঙ্গে দেখা দিয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বৃষ্টিতে ভেসে যাওয়ার আশঙ্কা। দর্শকদের মনে এখন বড় প্রশ্ন—বৃষ্টি যদি ম্যাচের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কী হবে?

    বৃষ্টিতে পরিত্যক্ত হলে কী নিয়ম কার্যকর হবে?
    বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, প্লে-অফের যেকোনো ম্যাচে দুই দল যদি কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করার সুযোগ পায়, তাহলে ডাকওয়ার্থ-লুইস (DLS) পদ্ধতিতে ফলাফল নির্ধারিত হবে।

    কিন্তু যদি বৃষ্টির কারণে ৫ ওভার খেলাও সম্ভব না হয়, তাহলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে এবং লিগ টেবিলে যেসব দল উপরে রয়েছে, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে।

    উদাহরণ হিসেবে ধরা যাক:
    ২৯ মে কোয়ালিফায়ার-১-এ যদি খেলা না হয় এবং দুই দলই ব্যাট করার সুযোগ না পায়, তাহলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পাঞ্জাব কিংস সরাসরি চলে যাবে ফাইনালে। দ্বিতীয় অবস্থানে থাকা আরসিবি খেলবে কোয়ালিফায়ার-২।

    রিজার্ভ ডে নেই, তবে সময় বাড়ানো হয়েছে
    চলতি মৌসুমে কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তবে ফাইনালের জন্য অতীতের মতো এবারও রিজার্ভ ডে রাখা হতে পারে।

    নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর নির্ধারিত সময় থেকে অতিরিক্ত ১২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে, যেন খেলা সম্ভব না হলেও শেষ পর্যন্ত বাতিল ঘোষণা না করতে হয়।

    ভেন্যু বদলের কারণ কী?
    প্রথমে প্লে-অফ ম্যাচগুলো কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছে আয়োজকরা।

    এখন ২৯ ও ৩০ মে’র ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মুল্লানপুর (নিউ চণ্ডীগড়)-এ। অন্যদিকে ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে আহমেদাবাদে।

    শুধু মাঠের পারফরম্যান্স নয়, গুরুত্বপূর্ণ এখন পয়েন্ট টেবিলও
    এই নিয়মে প্লে-অফে অগ্রসর হওয়ার জন্য মাঠের লড়াই যেমন গুরুত্বপূর্ণ, তেমনি লিগ পর্বে শীর্ষস্থান নিশ্চিত করাও হয়ে উঠেছে 'গেম চেঞ্জার'। কারণ আবহাওয়া যেভাবে প্রভাব ফেলতে পারে, তাতে মাঠে নামার সুযোগ না পেলেও লিগে ভালো অবস্থান দলের ভাগ্য গড়ে দিতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন