মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • গোল্ডেন শু জিতে রিয়ালের ইতিহাসে এমবাপ্পে

    গোল্ডেন শু জিতে রিয়ালের ইতিহাসে এমবাপ্পে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিলিয়ান এমবাপ্পে এবার ইউরোপের সেরা গোলদাতা হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন, জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু (European Golden Shoe)। এই পুরস্কারটি দেওয়া হয় ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতাকে, যেখানে লিগের শক্তির ভিত্তিতে পয়েন্ট দেওয়া হয়।

    এমবাপ্পের সাফল্য
    গোল সংখ্যা: ২০২৪-২৫ মৌসুমে লা লিগায় ৩১ গোল করেছেন এমবাপ্পে, যা তাকে স্পেনের সর্বোচ্চ গোলদাতা (পিচিচি) বানিয়েছে।

    মোট গোল: সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোল করেছেন তিনি, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম।

    ইতিহাস: এমবাপ্পে প্রথম ফরাসি খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন, ২০০৫ সালে থিয়েরি অঁরি পরবর্তী।

    অন্য অর্জন: তিনি একমাত্র খেলোয়াড়, যিনি ইউরোপিয়ান গোল্ডেন শু, বিশ্বকাপ গোল্ডেন বুট, চ্যাম্পিয়ন্স লিগ গোল্ডেন বুট, পিচিচি ট্রফি ও গের্ড মুলার অ্যাওয়ার্ড—এই পাঁচটি পুরস্কারই জিতেছেন।

    মৌসুমের পারফরম্যান্স
    রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পে ৫৫ ম্যাচে ৪২ গোল করেছেন। লা লিগায় তার ৩১ গোলের জন্য ৬২ পয়েন্ট পান, যা তাকে স্পোর্টিং লিসবনের ভিক্টর গিওকারেস ও লিভারপুলের মোহাম্মদ সালাহকে পিছনে ফেলে শীর্ষে নিয়ে আসে। 


    অতিরিক্ত অর্জন
    লা লিগায় রেকর্ড: আলফ্রেডো দি স্টেফানোর ৭১ বছরের পুরনো রেকর্ড ভেঙে, রিয়াল মাদ্রিদের হয়ে ডেব্যু মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

    বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগে গোল্ডেন বুট: বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্বও তার।

    ফর্ম: মৌসুমের শেষ ছয় ম্যাচে ১০ গোল করেছেন, যা তার ধারাবাহিকতার প্রমাণ।

    পরবর্তী লক্ষ্য
    এমবাপ্পে এখন ক্লাব বিশ্বকাপে আরও গোল করে তার রেকর্ড আরও উন্নত করার সুযোগ পাবেন। এই অর্জন তাকে রিয়াল মাদ্রিদের হয়ে আরও বড় ভূমিকা পালনের পথে নিয়ে যেতে পারে।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন