মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • জাতীয় দলে ফেরার সুযোগ এখনও আছে সাকিবের: বিসিবি

    জাতীয় দলে ফেরার সুযোগ এখনও আছে সাকিবের: বিসিবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত বছরের অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই সাকিব আল হাসান। দেশের মাঠেও তার উপস্থিতি ছিল অনুপস্থিত। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা নেওয়ার পর থেকেই জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যায়নি।

    সাম্প্রতিক সময়ে ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডেও জায়গা পাননি এই অভিজ্ঞ অলরাউন্ডার। এর আগে টেস্ট ক্রিকেট থেকেও কার্যত বিদায় নিয়েছেন তিনি—যা আরও বাড়িয়ে দিয়েছে তার ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা।

    এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন, হয়তো সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটেছে—অন্তত বাংলাদেশের হয়ে মাঠে তাকে আবার দেখা যাবে, এমন সম্ভাবনা ক্ষীণ। যদিও আনুষ্ঠানিক অবসরের ঘোষণা এখনও আসেনি, তবু বাস্তবতা বলছে, বাংলাদেশের জার্সিতে সাকিবের দিনগুলো হয়তো ফুরিয়ে এসেছে।

    জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে যখন নানা প্রশ্ন, ঠিক তখনই কিছুটা আশার আলো দেখাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, জাতীয় দলে ফেরার পথ এখনো খোলা রয়েছে সাকিব আল হাসানের জন্য।

    বিশ্বসেরা এই অলরাউন্ডার, যিনি গত বছর অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন, সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমে ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। প্রায় ছয় সপ্তাহ পর মাঠে ফিরে নিজের কার্যকারিতা প্রমাণের পথে হাঁটছেন তিনি।

    এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করলেও, এখন তিনি সেই সমস্যাও কাটিয়ে উঠেছেন। ইসিবির সাম্প্রতিক পরীক্ষায় তার অ্যাকশন বৈধ প্রমাণিত হয়েছে—যা জাতীয় দলে ফেরার সম্ভাবনাকে আরও দৃঢ় করেছে।

    সাকিব সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেন ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর জানিয়েছিলেন, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে সাদা পোশাকে বিদায় নিতে চান। পাশাপাশি ঘোষণা দেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর। তবে রাজনৈতিক টানাপোড়েন ও সংসদ সদস্য পদ হারানোর পর তিনি আর দেশে ফেরেননি, ফলে সেই বিদায়ী ম্যাচও আর খেলা হয়নি।

    বিসিবিও এই সময়ের মধ্যে তাকে জাতীয় দলে বিবেচনায় নেয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও জায়গা হয়নি তার। তবুও বিসিবি এখনো তাকে পুরোপুরি বাদ দিচ্ছে না।

    বোর্ড পরিচালক ইফতেখার রহমান বলেন,
    "সাকিব সবসময় নির্বাচকদের বিবেচনায় থাকবে। সে একজন বিশ্বমানের ক্রিকেটার এবং এখনও দলের বড় সম্পদ। তার বোলিং অ্যাকশন এখন বৈধ, তাই টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই তাকে পর্যবেক্ষণে রাখবে।"

    তিনি আরও যোগ করেন,
    "বিসিবি এবং সাকিবের সম্পর্ক শেষ হয়নি। সে এখনও কিছু ম্যাচ খেলেছে মাত্র। সামনে আরও ম্যাচ খেললে তার ফর্ম ও ফিটনেস মূল্যায়নের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

    বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সও সাকিবের অনুপস্থিতিকে বড় করে তুলেছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের পর দলের অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট। সামনে রয়েছে পাকিস্তান সফরের চ্যালেঞ্জ, যেখানে একজন সাকিবের মতো খেলোয়াড়ের অভাব টের পাওয়া যাচ্ছে।

    ইফতেখার রহমান বলেন,
    "তামিম, রিয়াদ, মুশফিক ও সাকিব—এই চার সিনিয়র ছাড়া দল অনেকটাই নতুন। ফলে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। তবে তরুণদের মধ্যে প্রতিভা আছে। সময়ের সঙ্গে তারা আরও পরিণত হবে।"

    তিনি আশাবাদ ব্যক্ত করেন,
    "আমাদের এখন কেবল উপরের দিকেই এগিয়ে যাওয়ার সুযোগ আছে।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন