মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • সাবধানী বাংলাদেশ, ফিল সিমন্স জানালেন পাকিস্তানকে হালকা করে দেখার সুযোগ নেই

    সাবধানী বাংলাদেশ, ফিল সিমন্স জানালেন পাকিস্তানকে হালকা করে দেখার সুযোগ নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়ে দিয়েছেন, স্বাগতিক পাকিস্তানকে তারা কোনওভাবেই হালকাভাবে নিচ্ছেন না।

    ফিল সিমন্স বলেন,
    "পাকিস্তান সবসময়ই ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ। আমরা জানি, ওরা কী ধরনের ক্রিকেট খেলতে পারে। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে যদি আমরা জিততে চাই। পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।"

    সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে। বাংলাদেশ দল সম্প্রতি কোচিং স্টাফে কিছু পরিবর্তন এনেছে এবং ফিল সিমন্সের অধীনে এটি হতে যাচ্ছে তার প্রথম বড় চ্যালেঞ্জ।

    এদিকে পাকিস্তান দলও বেশ আত্মবিশ্বাসী, বিশেষ করে ঘরের মাঠে খেলায়। তাদের স্কোয়াডে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল—যেমন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ও তরুণ পেসার নাসিম শাহ।

    বাংলাদেশ দলও তরুণদের ওপর আস্থা রেখেছে, এবং অনেকেই চোখ রাখছেন নতুন উদীয়মান ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে। অধিনায়ক সাকিব আল হাসান কিংবা ব্যাটসম্যান তাওহীদ হৃদয়, সকলেই প্রস্তুত নিজেদের সেরাটা দিতে।

    এই সিরিজ তাই শুধু দু’টি দলের মুখোমুখি লড়াই নয়, বরং বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার একটি বড় সুযোগ—যা ফিল সিমন্সও স্পষ্টভাবে বুঝতে পারছেন।
    টি-টোয়েন্টি সিরিজের আগে প্রতিপক্ষ পাকিস্তানের সাম্প্রতিক ছন্দ নিয়ে আলোচনার কমতি নেই। অনেকেই মনে করছেন, ঘরের মাঠে পাকিস্তান দল হয়তো তেমন ছন্দে নেই। তবে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখছেন।

    তিনি স্বীকার করেছেন, পাকিস্তান হয়তো সাম্প্রতিক সময়ে ধারাবাহিক নয়, তবে দল হিসেবে তাদের শক্তি এখনও অস্বীকার করার সুযোগ নেই।
    সিমন্স বলেন,
    "অনেকেই বলছে, পাকিস্তান ভালো খেলছে না। কিন্তু মনে রাখতে হবে, তারা এখনও পাকিস্তান। তাদের যে কোনও দলকে হারানোর ক্ষমতা আছে। আমরা সেটা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি।"

    বাংলাদেশ দলের জন্য বাড়তি এক ইতিবাচক দিক হলো, স্কোয়াডে থাকা কয়েকজন ক্রিকেটার সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ অংশ নিয়েছেন।
    রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ-এর মতো খেলোয়াড়েরা পাকিস্তানের কন্ডিশন খুব ভালোভাবে বুঝে গেছেন, এবং তাদের অভিজ্ঞতা দলের বাকি সদস্যদের সঙ্গে শেয়ার করা হচ্ছে।
    সিমন্স বলেন,
    "পিএসএলে যারা খেলেছে, তারা এখানকার পিচ ও পরিবেশ সম্পর্কে ভালো ধারণা দিয়েছে। সেটা দলের প্রস্তুতির জন্য সহায়ক হচ্ছে।"

    তবে সিরিজ শুরুর আগে একটি বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে—তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান দুজনই চোটের কারণে এই সিরিজের বাইরে।
    তবে ফিল সিমন্স এই অনুপস্থিতিকে শুধুই দুর্ভাগ্য হিসেবে দেখছেন না—বরং তরুণদের জন্য এটাকে দেখছেন এক নতুন সম্ভাবনার জানালা হিসেবে।

    তার ভাষায়,
    "অভিজ্ঞদের দলে না পাওয়া অবশ্যই ক্ষতি। মোস্তাফিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এটা তরুণদের জন্য বড় সুযোগ। তারা নিজেদের প্রমাণ করতে পারলে, এটা দলের ভবিষ্যতের জন্য ভালো হবে। আমরা আত্মবিশ্বাসী—এই দলও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারবে।"

    এই ধারাবাহিক প্রস্তুতির মধ্য দিয়ে বাংলাদেশ দল মাঠে নামতে যাচ্ছে লক্ষ্য একটাই—মাঠে ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন