মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • সন্তানদের কীর্তিতে উচ্ছ্বসিত মেসি, ফ্লোরিডায় ট্রফি হাতে থিয়াগো ও সিরো

    সন্তানদের কীর্তিতে উচ্ছ্বসিত মেসি, ফ্লোরিডায় ট্রফি হাতে থিয়াগো ও সিরো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এটা নিঃসন্দেহে এক আবেগঘন ও গর্বের মুহূর্ত লিওনেল মেসি এবং তার পরিবারের জন্য। ফুটবলের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখার পর এবার মেসি দেখলেন তার ছেলেরা তাদের ফুটবল যাত্রার প্রথম বড় সাফল্য অর্জন করছে।

    মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ড্রিমস কাপ টুর্নামেন্টে মায়ামি ইন্টার একাডেমির প্রতিনিধিত্ব করে থিয়াগো ও সিরো মেসি তাদের দলকে এনে দিয়েছে চ্যাম্পিয়নশিপের গৌরব। যদিও মেসি নিজে এই ম্যাচে মাঠে নামেননি, তবে একজন বাবার হিসেবে ছেলেদের এমন অর্জন তার হৃদয়ে অনন্য এক জায়গা করে নিয়েছে।

    এই অর্জন শুধু মেসির পরিবারের জন্য নয়, বরং তার ভক্ত-সমর্থকদের জন্যও এক আনন্দের খবর। এখন দেখার বিষয়, মেসির ছেলেরা ভবিষ্যতে কতদূর এগিয়ে যেতে পারে এবং বাবার মতো কিংবদন্তি হতে পারে কি না।

    ফ্লোরিডার রোদের নিচে দাঁড়িয়ে হাসিমুখে হাততালি দিচ্ছিলেন মেসি, পাশে ছিলেন স্ত্রী অ্যান্টোনেলা। ছেলেদের হাতে ট্রফি উঠতেই উচ্ছ্বাস যেন লুকানো গেল না আর্জেন্টাইন মহাতারকার। এ দৃশ্য যেন ছিল ছোটদের ম্যাচে এক বিশ্বকাপ জয়ের আনন্দ।

    মেসির ছেলেরা যে ফুটবলবীরের রক্ত বইয়ে বেড়াচ্ছে, সেটাই যেন প্রমাণ করল এবারের জয়। ড্রিমস কাপ হলো এমন এক টুর্নামেন্ট যেখানে আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন দেশের সেরা একাডেমি দলগুলো অংশ নেয়। সেখানে সাফল্য পাওয়া মোটেই সহজ নয়।

    এটাই প্রথমবার নয়, এর আগেও থিয়াগো ও সিরো একাডেমি পর্যায়ে ট্রফি জিতেছে, কিন্তু এবার বাবা নিজ চোখে দেখলেন সেই মুহূর্ত।

    অন্যদিকে, ইন্টার মায়ামির মূল দল অনেক ম্যাচ ধরে জয়হীন, এবং সেই ধারা ভাঙতে বুধবার মন্ট্রিয়লের বিরুদ্ধে মাঠে নামবেন মেসি। তবে তার আগে এমন পারিবারিক মুহূর্ত নিশ্চয়ই তাকে নতুন প্রেরণা দেবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন