মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • আনচেলত্তির নতুন যাত্রা, স্কোয়াডে নেই নেইমার

    আনচেলত্তির নতুন যাত্রা, স্কোয়াডে নেই নেইমার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন দায়িত্বে অভিষেক ঘটালেন ইতালির কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি, ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে। সম্প্রতি তিনি তার প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন, যা নিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। আশ্চর্যের বিষয় হলো, এই দলে জায়গা হয়নি দলের অন্যতম সেরা তারকা নেইমারের। তবে স্কোয়াডে আছেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো, আক্রমণভাগের অ্যান্টনি ও রিচার্লিসনের মতো পরিচিত মুখরা। আনচেলত্তির এই সিদ্ধান্ত তার নতুন কৌশল ও দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


    নতুন যাত্রার শুরুতে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রথম দল ঘোষণা করলেন ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। জুনের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর (৫ জুন) ও প্যারাগুয়ের (১০ জুন) বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছেন তিনি।

    সবচেয়ে আলোচ্য বিষয়—এই দলে নেই ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। ইনজুরি থেকে ফেরার পরও পুরোপুরি ফিট না থাকায় তাকে দলে রাখেননি আনচেলত্তি। সাংবাদিকদের তিনি বলেন, “নেইমার ফিরেছে ঠিকই, তবে এখনো সে শতভাগ ম্যাচ ফিট নয়। আমি তার সঙ্গে কথা বলেছি, এবং ও নিজেই পরিস্থিতি বোঝে।”

    দল গঠনে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রেখেছেন আনচেলত্তি। দলে যেমন আছেন ক্যাসেমিরো, মার্কিনিয়োস, আলিসনের মতো অভিজ্ঞরা, তেমনি ডাক পেয়েছেন উদীয়মান প্রতিভা এস্তেভাও ও আন্দ্রে সান্তোস।

    আনচেলত্তির ২৫ সদস্যের ,

    ডিফেন্ডার: আলিসন, বেন্তো, হুগো সাউজা

     ডানিলো, ভ্যান্ডারসন, আলেক্স সান্দ্রো, কার্লোস অগুস্টো, ওয়েসলি, বেরালদো, মার্কিনিয়োস

    মিডফিল্ডার: ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, এডেরসন, আন্দ্রে সান্তোস, আন্দ্রেয়াস পেরেইরা, জেরসন

    ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, আন্তনি, রাফিনিয়া,মার্তিনেল্লি, কুনহা, রিচার্লিসন, এস্তেভাও

    এই স্কোয়াডে নতুন রক্তের সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়দের সংমিশ্রণ আনচেলত্তির কৌশলী পরিকল্পনার ইঙ্গিত দেয়। তার চোখ এখন একটাই লক্ষ্যে—২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা, অর্থাৎ হেক্সা মিশন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন