মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • টি-টোয়েন্টি সিরিজ: দ্বিতীয় দফায় পাকিস্তান গেলেন বাংলাদেশ দলের সদস্যরা

    টি-টোয়েন্টি সিরিজ: দ্বিতীয় দফায় পাকিস্তান গেলেন বাংলাদেশ দলের সদস্যরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান সফর উপলক্ষে ধাপে ধাপে দেশ ছাড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরই অংশ হিসেবে আজ সোমবার সকালে লাহোরে পৌঁছেছে দ্বিতীয় বহরের সদস্যরা। এই দলে ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী এবং শেখ মেহেদী হাসান। বিমানবন্দরে নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তারা কয়েক ঘণ্টা বিশ্রাম নেন এবং বিকেলে একটি হালকা জিম সেশনে অংশ নেন।

    এই বহরে ক্রিকেটারদের সঙ্গে ছিলেন দলের ফিজিও বায়েজিদ ইসলাম ও ভিডিও অ্যানালিস্ট শামসুল ইসলামও। বিসিবি এই সফরে পর্যাপ্ত নিরাপত্তা ও মেডিকেল সহায়তা নিশ্চিত করতে আগেভাগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। দ্বিতীয় বহরের পৌঁছানোর মাধ্যমে দলের প্রস্তুতি আরও জোরদার হচ্ছে, কারণ সামনেই রয়েছে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

    প্রথম বহর ইতোমধ্যেই কয়েকটি অনুশীলন সেশন সম্পন্ন করেছে। এখন দ্বিতীয় বহরের খেলোয়াড়রা যুক্ত হওয়ায় দলগত প্রস্তুতি আরও পূর্ণতা পাবে বলে আশা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে পুরো দল একসঙ্গে অনুশীলন শুরু করবে গাদ্দাফি স্টেডিয়ামে।

    বিমানবন্দর থেকে সোজা তাদের নেওয়া হয়েছে দলীয় হোটেলে, যেখানে নিরাপত্তার ব্যবস্থা ছিল নজিরবিহীন।

    বিসিবি অবশ্য শ্রীলঙ্কা সফর নিয়ে খেলোয়াড় ও কোচদের ওপর কোনো চাপ প্রয়োগ করেনি। যে কারণে উইকেটকিপার ব্যাটার লিটন দাস, ট্রেনার নিক লি এবং স্পিন কোচ সোহেল ইসলাম এই সফরে অংশ নিচ্ছেন না। তবে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন তরুণ অলরাউন্ডার শুভাগত হোম। বর্তমানে তিনি এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প শেষে সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন।

    এদিকে শরিফুল ইসলামের হালকা চোটের কারণে শেষ মুহূর্তে স্কোয়াডে যুক্ত হয়েছেন তরুণ পেসার রিপন মন্ডল। এই সিরিজে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে, যার সূচনা হবে ২৯ মে প্রথম ওয়ানডে দিয়ে। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ মে ও ২ জুন। এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২০২৭ ওয়ানডে সুপার লিগের অংশ না হলেও প্রস্তুতির দিক থেকে এটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন