মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • আবার চোট, জাতীয় দল থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

    আবার চোট, জাতীয় দল থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান মুস্তাফিজুর রহমান। সেই চোটেরই প্রভাব পড়লো জাতীয় দলের পরিকল্পনায়। আসন্ন পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ড জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে, এবং তার সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফেরার সময় নির্ভর করবে চোটের উন্নতির ওপর।

    এই চোটের ফলে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে মুস্তাফিজকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশ দলকে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে গিয়ে দুর্দান্ত ফর্মে থাকলেও, এই চোট এখন তার মাঠে ফেরা কিছুটা পিছিয়ে দিলো।

    জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, "গতকাল আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজের বাঁ হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচার হয়। এই ধরনের আঘাত থেকে সেরে উঠতে তাকে কয়েক সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"

    মুস্তাফিজ ছিটকে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ দলেও পরিবর্তন আনতে হয়েছে। তার বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ। সম্প্রতি ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’-র বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করেন খালেদ, যার পুরস্কারস্বরূপই এই জাতীয় দলে ডাক।

    জাতীয় দলে আগেও খেলেছেন খালেদ, তবে এবার তার ফর্ম ও ধারাবাহিকতা তাকে আবারও নির্বাচকদের নজরে নিয়ে এসেছে। মুস্তাফিজের অনুপস্থিতিতে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন