মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু ২৬ মে

    কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু ২৬ মে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৬ মে থেকে রাজধানীর পল্টন ময়দানে শুরু হতে যাচ্ছে সাংবাদিকদের বহুল প্রতীক্ষিত ক্রীড়া আসর ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। টানা ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ৩১ মে।

    বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) এর ব্যবস্থাপনায় এবং স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের ৩২টি শীর্ষস্থানীয় গণমাধ্যম সংস্থা। দলগুলো ৮টি গ্রুপে বিভক্ত হয়ে নক আউট পদ্ধতিতে লড়বে শিরোপার জন্য।

    আজ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ড্র, গ্রুপিং, ট্রফি এবং জার্সি উন্মোচন করা হয়েছে। আয়োজনকে ঘিরে সাংবাদিক সমাজে ইতিমধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

    সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ। সাবেক এই তারকা ফুটবলার বলেন, 'সাংবাদিকদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা আছে। তাদের সবার সঙ্গে চেনা জানা। ফুটবল খুব মজার খেলা। সাংবাদিকদের খেলতে দেখলে ভালোই লাগে।'

    পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ট্রয়েলেট্রিজের হেড অব মার্কেটিং ড.জেসমিন জামান বলেছেন, 'এই টুর্নামেন্ট সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের। স্কয়ার গ্রুপ সবসময় এই টুর্নামেন্টের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে।'

    অংশগ্রহণকারী মিডিয়া হাউজ গুলো হচ্ছে:
    জাগো নিউজ, বাংলাদেশ টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, ঢাকা পোস্ট, দৈনিক যুগান্তর, দেশ টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন, দৈনিক কালের কণ্ঠ, ৭১ টেলিভিশন, আরটিভি, বাংলাভিশন, দ্য ডেইলি স্টার, এটিএন নিউজ, এটিএন বাংলা, দৈনিক কালবেলা, চ্যানেল আই, দৈনিক প্রথম আলো, রাইজিং বিডি, এখন টিভি, দৈনিক সমকাল, চ্যানেল ২৪, এস এ টিভি, নিউজ ২৪, বাংলানিউজ২৪, দৈনিক মানবজমিন, দৈনিক ইনকিলাব, ঢাকা ট্রিবিউন, দৈনিক নয়াদিগন্ত, বাংলাদেশ প্রতিদিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সময় টেলিভিশন এবং দৈনিক ইত্তেফাক।

    ‘এ’ গ্রুপ— বৈশাখী টিভি, রাইজিংবিডি, এটিএন বাংলা, এসএ টিভি
    ‘বি’ গ্রুপ— মাছরাঙা, জাগোনিউজ, চ্যানেল২৪, প্রথম আলো
    ‘সি’ গ্রুপ— যুগান্তর, বাংলানিউজ২৪, আরটিভি, মানবজমিন
    ‘ডি’ গ্রুপ’— কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, একাত্তর টিভি, নিউজ২৪
    ‘ই’ গ্রুপ— ঢাকা ট্রিবিউন, ঢাকাপোস্ট, ডেইলি স্টার, এটিএন নিউজ
    ‘এফ’ গ্রুপ— একাত্তর টিভি, ইনকিলাব, বিটিভি, দেশ টিভি
    ‘জি’ গ্রুপ— দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ, বাংলাভিশন, নয়া দিগন্ত
    ‘এইচ’ গ্রুপ— চ্যানেল আই, সমকাল, সময় টিভি, ইত্তেফাক

    প্রতিবারের মতো এবারও সাংবাদিকদের এই মিলনমেলায় দেখা যাবে পেশাদারিত্ব, সৌহার্দ্য ও ক্রীড়া প্রীতির এক অনন্য চিত্র।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন