সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • লাহোর কালান্দার্সে তিন বাংলাদেশি, এলিমিনেটর ম্যাচে যোগ দিলেন রিশাদ

    লাহোর কালান্দার্সে তিন বাংলাদেশি, এলিমিনেটর ম্যাচে যোগ দিলেন রিশাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এলিমিনেটর ম্যাচে উত্তেজনা তুঙ্গে! আজ (বৃহস্পতিবার) রাতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স এবং করাচি কিংস। এই ম্যাচে হারের মানে টুর্নামেন্ট থেকে বিদায়, তাই দুই দলের জন্যই এটি জয়ের ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই মহাকাব্যিক লড়াই, যেখানে এক দল টিকে থাকবে পরবর্তী রাউন্ডে, আর অন্য দলকে ফিরতে হবে ঘরে।


    লাহোর কালান্দার্সে তিন বাংলাদেশি খেলোয়াড়—সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। এরই মধ্যে সাকিব আল হাসান লাহোর কালান্দার্সের হয়ে একটি ম্যাচ খেলে ফেলেছেন।

    রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির বিপক্ষে সেই ম্যাচে সাকিব ২ ওভার বল করে ১৮ রান খরচ করলেও উইকেট নিতে পারেননি। তবে লাহোর কালান্দার্স ২৬ রানে জয়লাভ করে।

    মেহেদী মিরাজ সদ্য দলে যোগ দিয়েছেন এবং প্লে অফের গুরুত্ব বিবেচনা করে তাকে দলে নেওয়া হয়েছে। আজকের ম্যাচে তার একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

    এছাড়াও, লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি জানায়, বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেনও দলের সঙ্গে যোগ দিয়েছেন। গ্রুপপর্বে তিনি লাহোরের হয়ে ৫টি ম্যাচ খেলেছেন। এরপর ভারত-পাকিস্তান সিরিজের কারণে পিএসএল স্থগিত হয়ে যাওয়ার পর রিশাদ জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যোগ দেন। তবে এখন তিনি আবার পিএসএল খেলতে পাকিস্তানে ফিরে এসেছেন। বাংলাদেশ সময় দুপুর ১টায় তার দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন