সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • মেসিই সর্বকালের সেরা ফুটবলার, রোনালদোর অবস্থান চারে

    মেসিই সর্বকালের সেরা ফুটবলার, রোনালদোর অবস্থান চারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (IFFHS) সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় লিওনেল মেসিকে শীর্ষে স্থান দিয়েছে। এই তালিকায় মেসি পেছনে ফেলেছেন পেলে, দিয়েগো ম্যারাডোনা ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের। 

    মেসির অর্জন ও শ্রেষ্ঠত্ব
    কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা। সেই জয়ের মধ্য দিয়েই যেন চূড়ান্ত সমাপ্তি ঘটে গেল লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে চলা বহু বছরের বিতর্কের।

    বিশ্বকাপ জয়ের আগেও মেসির পায়ের জাদু ও পরিসংখ্যান তাকে ফুটবলের শীর্ষ সারির কিংবদন্তিদের পাশে বসিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু একটি প্রশ্ন সবসময় থেকেই যেত—তিনি কি পেলের মতো? ম্যারাডোনার মতো?

    ২০২২ সালের ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে সেই প্রশ্নের জবাব নিজেই দিয়ে দিলেন মেসি। সোনার কাপে চুমু এঁকে বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্বের শেষ সিলমোহর লাগালেন এই আর্জেন্টাইন মহাতারকা।

    ম্যারাডোনা ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে ৫ গোল ও ৫ অ্যাসিস্টে সরাসরি ১০টি গোলে অবদান রেখেছিলেন। ৩৬ বছর পর মেসিও বিশ্বকাপে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করে ম্যারাডোনার সেই কীর্তির সমানতা টানেন। আর তার পুরস্কারস্বরূপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বারের মতো জেতেন বিশ্বকাপের গোল্ডেন বল।

    বিশ্বকাপের পর কোটি ভক্ত যেমন মেসিকে 'সর্বকালের সেরা' মেনে নিয়েছেন, এবার সেই স্বীকৃতি দিল আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (IFFHS)। সংস্থাটি সম্প্রতি প্রকাশ করেছে সর্বকালের সেরা ফুটবলারের তালিকা—যেখানে শীর্ষস্থানে রয়েছেন লিওনেল মেসি।

    লিওনেল মেসি তার ক্যারিয়ারে অর্জন করেছেন:
    ৮টি ব্যালন ডি'অর
    ৬টি গোল্ডেন বুট
    একটি ফিফা বিশ্বকাপ (২০২২)
    কোপা আমেরিকা
    চ্যাম্পিয়ন্স লিগ
    মাল্টিপল লিগ শিরোপা
    মেসির গোলসংখ্যা ৮৬০টি, যা ১,০৯৮টি ম্যাচে এসেছে। বর্তমানে তিনি ইন্টার মিয়ামির হয়ে খেলছেন এবং তার ধারাবাহিকতা ও প্রতিভা তাকে সর্বকালের সেরা ফুটবলারের মর্যাদা দিয়েছে।

    IFFHS-এর চোখে সর্বকালের সেরা ১০ ফুটবলার:
    লিওনেল মেসি (আর্জেন্টিনা)
    পেলে (ব্রাজিল)
    দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)
    ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
    জোহান ক্রুইফ (নেদারল্যান্ডস)
    রোনালদো নাজারিও (ব্রাজিল)
    জিনেদিন জিদান (ফ্রান্স)
    ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি)
    আলফ্রেডো ডি স্তেফানো (আর্জেন্টিনা/স্পেন)
    রোনালদিনহো (ব্রাজিল)

    ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি দীর্ঘদিন ধরে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত, এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। আর পঞ্চম স্থানে আছেন ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ।

    এই তালিকা ফুটবল ইতিহাসের এক যুগসন্ধিক্ষণের দিকেই ইঙ্গিত করে। যেখানে মেসির নাম এখন শুধুই যুগসেরা নয়, বরং ‘সর্বকালের সেরা’র শিরোপায় অলঙ্কৃত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন