সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড়
  • বার্সার শিরোপা উৎসবে জল ঢেলে দিল ভিয়ারিয়াল

    বার্সার শিরোপা উৎসবে জল ঢেলে দিল ভিয়ারিয়াল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লা লিগা শিরোপা আগেই নিশ্চিত করেছিল বার্সেলোনা। গত বৃহস্পতিবার নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলের জয়ে দুই ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত করে কাতালান জায়ান্টরা। রোববার নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ছিল লিগ জয় উদযাপনের ম্যাচ, কিন্তু সেই আনন্দে ছেদ ফেললো ভিয়ারিয়াল।

    নিউক্যাসেল ও লিস্টারের সাবেক ফরোয়ার্ড আয়োজে পেরেজ ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে এগিয়ে দেন ভিয়ারিয়ালকে। দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে দেন তিনি।

    তবে ৩৮ মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান লামিনে ইয়ামাল। বাঁ দিক থেকে নেওয়া তার কৌশলী শট ঠেকাতে ব্যর্থ হয় ভিয়ারিয়াল রক্ষণ। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের ঠিক প্রান্ত থেকে নেওয়া ফারমিন লোপেজের নিখুঁত শটে এগিয়ে যায় বার্সা।

    কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ভিয়ারিয়াল আবারও ম্যাচে ফেরে। সান্তি কমেসানার গোলে স্কোরলাইন হয় ২-২। এরপর ম্যাচের ৮০তম মিনিটে ট্যাজন বুখানন জয়সূচক গোল করেন। জেরার্ড মোরেনোর ক্রস থেকে করা এই গোলের মাধ্যমে নিশ্চিত হয় ভিয়ারিয়ালের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা।

    শেষ রাউন্ডের আগে বার্সেলোনা ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে, তাদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ, তাদের সংগ্রহ ৭৩ পয়েন্ট। আর চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার বাকি দুটি জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে অ্যাথলেটিক বিলবাও (৭০ পয়েন্ট) ও ভিয়ারিয়াল (৬৭ পয়েন্ট)।

    অন্যদিকে, সেভিয়ার মাঠে ২-০ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের দুই খেলোয়াড়—লুইস বাদে ও ইসাক রোমেরো—প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বিশেষ করে বাদে এমবাপ্পেকে ফাউল করে পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করায় সরাসরি লাল কার্ড পান।

    ৯ জনের সেভিয়ার বিরুদ্ধে অবশেষে গোলের দেখা পায় রিয়াল। ৭০ মিনিটে ক্রসবারে বল লাগানোর পর পাঁচ মিনিট পর জালে বল জড়ান এমবাপ্পে। এ গোলের মাধ্যমে তিনি লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২৯ গোল নিয়ে শীর্ষে, বার্সার লেভানডোভস্কির চেয়ে ৪ গোল এগিয়ে।

    ম্যাচের ৮৭ মিনিটে রিয়াল অ্যাকাডেমির তরুণ তারকা গঞ্জালো গার্সিয়ার ক্রসে বেলিংহাম দ্বিতীয় গোলটি করে ব্যবধান নিশ্চিত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন