সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড়
  • অপ্রত্যাশিত পরাজয়ের পর যা বললেন টাইগার কোচ সিমন্স

    অপ্রত্যাশিত পরাজয়ের পর যা বললেন টাইগার কোচ সিমন্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে পরাজয়ের পর এবার নতুন চমক। বিদেশের মাটিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ। নাটকীয় এই ম্যাচের শেষে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

    ম্যাচের ফলাফল শুধু স্কোরবোর্ডেই নয়, স্পষ্ট ফুটে উঠেছে মাঠের পারফরম্যান্সেও। রান আউটের সুযোগ হাতছাড়া, একাধিক ক্যাচ মিস এবং পুরো ম্যাচজুড়ে দুর্বল ফিল্ডিং—সব মিলিয়ে হারের কারণ খুঁজে পেতে বিশেষজ্ঞদের কষ্ট হচ্ছে না।

    বাংলাদেশ দল যে অনেকটা নিজেরাই নিজেদের হারিয়ে ফেলেছে, সেটাই মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। এই হার কেবল একটি ম্যাচ হার নয়, বরং দলের প্রস্তুতি, মনোযোগ ও মানসিক দৃঢ়তার প্রশ্নও তুলে দিয়েছে। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, তাই এই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া এখন সময়ের দাবি।
    ফিল্ডিং ব্যর্থতাই গড়েছে ব্যবধান, মনে করছেন ফিল সিমন্স

    জয়ের পথেই ছিল বাংলাদেশ, কিন্তু ব্যর্থ ফিল্ডিং আর মাঝের ওভারে বোলিং ব্যর্থতায় ম্যাচ বেরিয়ে গেল হাতছাড়া। এমন হারের পর হতাশা যেমন রয়েছে, তেমনি রয়েছে আত্মবিশ্লেষণের প্রয়োজনও।

    বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স মনে করেন, মূল পার্থক্য গড়ে দিয়েছে ছোট ছোট ভুলগুলো। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “দুই দলই ভালো ব্যাটিং করেছে। কিন্তু আমরা বেশ কিছু সহজ ক্যাচ মিস করেছি, যেটা প্রতিপক্ষকে ম্যাচে রেখে দেয়। তারা দারুণ ব্যাটিং করেছে, আর সেই সুযোগগুলো কাজে লাগিয়েছে।”

    ব্যাটিং অর্ডার নিয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিতে নারাজ সিমন্স। বলেন, “এটা নিয়ে এখনই ভাবছি না। আমরা মাত্রই ম্যাচ হেরেছি, কাল (আজ) এ নিয়ে ভাবব। এখনই ব্যাটিং অর্ডার বদলানো নিয়ে কিছু বলা ঠিক হবে না।”

    ২০৫ রানের মতো বড় স্কোর করেও হেরে যাওয়াটা অবশ্যই চিন্তার বিষয়। তবে সিমন্স এখনো আশাবাদী। বলেন, “আমরা এখানে কিছু ম্যাচ খেলছি, লক্ষ্য পাকিস্তান সফরের প্রস্তুতি। এই ধরনের ম্যাচই আমাদের সেই লক্ষ্যের জন্য প্রস্তুত করছে।”

    ‘বেদনাদায়ক হার’— বলছেন লিটন দাস

    ম্যাচ শেষে দলের অধিনায়ক লিটন দাস বলেন, “হার সব সময়ই কষ্টের। তবে আমরা এই উইকেটে ভালো ব্যাট করেছি। উইকেট খুবই ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাট করার সময় তারা শিশিরের সুবিধা পেয়েছে। তা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি, কিন্তু ফিল্ডিং এবং মাঝের ওভারগুলোতে বোলিংয়ে কিছু ভুল করেছি।”

    শিশিরের প্রভাব এবং ছোট মাঠের বাস্তবতা নিয়েও সতর্ক করেন লিটন। বলেন, “এ ধরনের ছোট মাঠে শিশির বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তাই আমাদের বোলিংয়ে আরও পরিকল্পিত হতে হবে। প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা থাকতে হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন