সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ

    টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জাতীয় দলের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেই ভারতের পথে রওনা হন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ভ্রমণের ধকল সত্ত্বেও বিশ্রামের সুযোগ না নিয়েই পরদিনই আইপিএলের ম্যাচে মাঠে নামছেন তিনি।

    আজকের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামছে দিল্লি ক্যাপিটালস। দলটির একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

    মুস্তাফিজ মাত্র একদিন আগেই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। এবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লির পেস আক্রমণে ভরসা রাখছেন অধিনায়ক ঋষভ পান্ত। 

    আজকের ম্যাচ দিল্লি ক্যাপিটালসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে তাদের প্লে-অফে ওঠা। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে দিল্লি। যদি তারা আজকের ম্যাচে জয়ী হয়, তবে তারা চারে উঠে যাবে।

    এদিকে, দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে পাচ্ছে না অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ককে। তার বদলি হিসেবে দলে এসেছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে, গুজরাট টাইটান্সের একাদশে ফিরেছেন কাগিসো রাবাদা, যিনি ডোপ টেস্টের কারণে গত কয়েকটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন