সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড়
  • মোস্তাফিজুর রহমানের বিশ্বরেকর্ড: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার ৬ উইকেট

    মোস্তাফিজুর রহমানের বিশ্বরেকর্ড: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার ৬ উইকেট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন।
     ২০২৪ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৪ ওভারে মাত্র ১০ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বকালের সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন। এটি বাংলাদেশের কোনো বোলারের প্রথম ছয় উইকেট শিকার এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ব্যক্তিগত সেরা পারফরম্যান্স।

    এই অসাধারণ বোলিং পারফরম্যান্সের মাধ্যমে মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ উইকেট শিকার করা বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে নাম লেখান। 
    এর আগে এই কীর্তি গড়েছেন অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা), দীপক চাহার (ভারত), ইউজভেন্দ্র চাহাল (ভারত), ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ) এবং অ্যাশটন অ্যাগার (অস্ট্রেলিয়া)। 

    তালিকায় উইকেটের দিক থেকে ফিজের আগে আছেন অবশ্য কেবলই টিম সাউদি। ১০০ ইনিংসে ডেথ ওভারে সাউদির উইকেট ৬৫টি। ১৩ ইনিংস কম বোলিং করে মোস্তাফিজের উইকেট ৬৩।

    মোস্তাফিজের এই রেকর্ড বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে ২০ ওভারে ১০৪/৯ রানে আটকে রেখে বাংলাদেশ ১২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান করে জয় নিশ্চিত করে। 

    এই পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ সিরিজে একমাত্র জয় তুলে নেয়, যদিও সিরিজটি তারা হারিয়েছিল।

    মোস্তাফিজুর রহমানের এই রেকর্ড বোলিং পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন