সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • ভুটান সফর শেষ, জর্ডান ম্যাচের জন্য প্রস্তুত ৫ নারী ফুটবলার

    ভুটান সফর শেষ, জর্ডান ম্যাচের জন্য প্রস্তুত ৫ নারী ফুটবলার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভুটানের নারী লিগ খেলতে যাওয়া ১০ সদস্যের ৫জন শনিবার সকালে দেশে ফিরেছেন। পিটার বাটলারের অধীনে ক্যাম্পে যোগ দেবেন তারা। দেশে ফিরেছেন- মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতু পর্ণা চাকমা, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র। 

    এদের সঙ্গে আরও পাঁচজন—সাবিনা খাতুন, সানজিদা আক্তার, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার ও মাতসুশিমা সুমাইয়া—ভুটানে অবস্থান করছেন এবং লিগ শুরু হলে তাঁরা যোগ দেবেন।
     ভুটানে খেলা ১০ ফুটবলারের মধ্যে ৮ জন ইতোমধ্যে বাফুফের সঙ্গে ছয় মাসের চুক্তি স্বাক্ষর করেছেন। বাফুফে সূত্রে জানা গেছে, ভুটানে থাকা ফুটবলারদের অনলাইনে চুক্তির কাগজ পাঠানো হয়েছিল, তাঁরা স্বাক্ষর করে তা স্ক্যান করে ফেরত পাঠিয়েছেন। 

    ভুটানের নারী ফুটবল লিগের দলগুলোতে বাংলাদেশের ফুটবলাররা খেলছেন:

    থিম্পু সিটি: সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র

    পারো এফসি: সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া

    ট্রান্সপোর্ট ইউনাইটেড: মাসুরা পারভীন, রূপনা চাকমা, কৃষ্ণা রানী সরকার

    ভুটানে খেলা ফুটবলারদের পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলের ক্যাম্পে তাঁদের অন্তর্ভুক্তি নির্ধারণ করা হবে। আগামী ৩১ মে ও ৩ জুন জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প চলছে।

    এটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ একসঙ্গে এত সংখ্যক ফুটবলার বিদেশি লিগে খেলতে যাচ্ছেন, যা দেশের ফুটবল ইতিহাসে বিরল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন