সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • আর্থিক দুর্নীতির অভিযোগে আবারও বিসিবিতে দুদকের অভিযান

    আর্থিক দুর্নীতির অভিযোগে আবারও বিসিবিতে দুদকের অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে অভিযান পরিচালনা করেছিল। সেই অভিযানের ধারাবাহিকতায় আজ, ১৭ মে ২০২৫, দুদক আবারও বিসিবিতে তদন্তের জন্য উপস্থিত হয়েছে।


     আজকের তদন্তের মূল অভিযোগসমূহ:

    বিপিএল টিকিট বিক্রির আয়: বিসিবি একাদশ বিপিএলে ১৩ কোটি টাকা আয় দেখালেও, পূর্ববর্তী আট আসরে মোট আয় ছিল মাত্র ১৫ কোটি টাকা। এতে বিপিএলের আয় বৃদ্ধির ক্ষেত্রে অসঙ্গতির সম্ভাবনা দেখা দিয়েছে।


    মুজিব শতবর্ষ উদযাপনে অর্থ আত্মসাৎ: ২০২০-২১ সালে মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত কনসার্টসহ অন্যান্য অনুষ্ঠানে ২৫ কোটি টাকা খরচ দেখানো হলেও, প্রকৃত ব্যয় ছিল মাত্র ৭ কোটি টাকা। বাকি ১৮ কোটি টাকার অস্বাভাবিকতা তদন্তাধীন।


    তৃতীয় বিভাগ বাছাই লিগে এন্ট্রি ফি বৃদ্ধি: ২০১৪-১৫ মৌসুমে ৭৫ হাজার টাকা ফি বাড়িয়ে ৫ লাখ টাকা করা হলে, দলের সংখ্যা কমে যায়। বর্তমানে ফি কমিয়ে ১ লাখ টাকা করা হয়েছে, ফলে ৬০টি দল অংশগ্রহণ করেছে। এতে বোর্ডের প্রভাবের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    দুদকের সহকারী পরিচালক আল আমিন জানান, অভিযানে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, দুদকের অনুসন্ধানে পূর্ণ সহযোগিতা করা হবে।

    এই অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন