সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক
  • আইসিসি ঘোষণা করল টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি

    আইসিসি ঘোষণা করল টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের প্রাইজমানি রাখা হয়েছে মোট ৫.৭৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি ৮ লাখ টাকার সমান। এটি গত আসরের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে এসেছে।

    এই চ্যাম্পিয়নশিপে শীর্ষ স্থান অধিকারী দল পাবে ৩.৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৪ কোটি টাকার সমান। আগের আসরের প্রাইজমানি ছিলো ১.৬ মিলিয়ন ডলার, যা এখন দ্বিগুণ হয়ে এই বিপুল পরিমাণে পৌঁছেছে।

    এছাড়াও, অন্যান্য পুরস্কারের মধ্যে রানার-আপ দল পাবে ১.৫ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৮ কোটি টাকা। প্রাইজমানির এই বৃদ্ধি আইসিসির পক্ষ থেকে টেস্ট ক্রিকেটের প্রতি সমর্থন এবং মূল্যায়ন হিসেবে দেখা হচ্ছে।

    এছাড়া টুর্নামেন্টের সপ্তম ও অষ্টম অবস্থানের জন্য বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল পাবে যথাক্রমে প্রায় সাড়ে ৮ কোটি ও সাড়ে ৭ কোটি টাকা।

    ৬৯.৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে, বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

    উল্লেখ্য, আগামী ১১ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে ২০২৩-২৫ মৌসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ