সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক
  • পাকিস্তান সুপার লিগে ফিরলেন সাকিব আল হাসান

    পাকিস্তান সুপার লিগে ফিরলেন সাকিব আল হাসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

     পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি এবার লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন। যদিও লাহোর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সাকিব নিজেই এক জাতীয় দৈনিককে জানিয়েছেন, তিনি পিএসএলে দল পেয়েছেন এবং এবারের আসরে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার দীর্ঘদিন পর আবার পিএসএলে অংশ নিচ্ছেন।

    পিএসএলে এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এছাড়া পেশাওয়ার জালমির হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।


    পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে ।


    লাহোরের এক কর্মকর্তা সাকিবের প্রতি আগ্রহের কথা নিশ্চিত করেছে। কিন্তু কোনও চুক্তি এখনও হয়নি বলে একটি ইংরেজি জাতীয় দৈনিককে তিনি জানিয়েছেন, ‘তাকে নিয়ে আগ্রহ আছে, কিন্তু কিছুই চূড়ান্ত হয়নি। আমাদের বিদেশি খেলোয়াড়দের নিয়ে সবশেষ তথ্য জানাবো, যখন সবকিছু নিশ্চিত হবে।’

    গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিব একপ্রকার নির্বাসিত রয়েছেন। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশে দেখা যায়নি তাকে। শেষবার তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন গত বছর নভেম্বরে। ওইবার আবুধাবি টি টেন লিগে বাংলা টাইগার্সকে প্রতিনিধিত্ব করেছিলেন।


    ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের পর স্থগিত পিএসএলের বাকি অংশ আগামী ১৭ মে শুরু হবে। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় পাকিস্তান ছেড়ে যাওয়া অনেক বিদেশি ক্রিকেটার আর না খেলবেন না বলে জানানোয় সেই সংকট কাটাতে নতুন করে খেলোয়াড়দের সংযুক্ত করছে পিসিবি। তারই ধারাবাহিকতায় সাকিব যুক্ত হচ্ছেন এই প্রতিযোগিতায়। 

    আগামী রবিবার লাহোর তাদের শেষ লিগ ম্যাচ খেলতে মাঠে নামবে। ওই ম্যাচেই দেখা যেতে পারে সাকিবকে। তবে তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি পেতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ