সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক
  • বিসিসিআইয়ের অনুরোধ প্রত্যাখ্যান

    টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি

    টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার বিরাট কোহলি।

    বেশ কিছুদিন আগেই তিনি এই সিদ্ধান্ত বিসিসিআইকে জানিয়ে দিয়েছিলেন। তবে বোর্ডের পক্ষ থেকে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হলেও, নিজের সিদ্ধান্তে অটল থাকেন কোহলি।

    সোমবার (১২ মে) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টের মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

    বিদায়ের ঘোষণা দিয়ে কোহলি লিখেছেন, ১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব। 

     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Virat Kohli (@virat.kohli)

    তিনি আরও লিখেছেন, সাদা পোষাকে খেলার মধ্যে কিছু গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।

    ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় কোহলিকে। ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন তিনি।  ৩০টি সেঞ্চুরি ও অর্ধশতক রয়েছে ৩১টি। 

    কয়েকদিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন রোহিত শর্মা। তাই এই দুই তারকাকে ছাড়ায় ইংল্যান্ড সফরে জেতে হবে ভারতকে। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত-কোহলি। সে হিসেবে দুজনই এখন আর কেবল ওয়ানডে তথা একদিনের ক্রিকেট খেলবেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ