সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের কাছে বাংলাদেশের পরাজয়

    এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের কাছে বাংলাদেশের পরাজয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ আজ ইরানে শুরু হয়েছে। সাত দেশের এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশও। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ শক্তিশালী ভারতের মোকাবেলা করে। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে টানা চার বারের চ্যাম্পিয়ন ভারত। এবারের টুর্নামেন্টেও ফেভারিট তারা। ২০২২ এশিয়ান গেমসের নারী কাবাডিতে স্বর্ণপদক জিতেছে ভারত। শক্তিশালী ভারতের কাছে হেরে আজ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। ৬৪-২৩ পয়েন্টে ভারত বাংলাদেশকে হারিয়েছে।

    গ্রুপ পর্বে বাংলাদেশ নারী দল আজ দ্বিতীয় ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এই ম্যাচ শুরু হবে। মালয়েশিয়া তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪৫-২৪ পয়েন্টে হেরেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক ইরান। ‘বি’ গ্রুপে ইরান ৫৮-১৩ পয়েন্টে হারিয়েছে ইরাককে।

    এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের আগের আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। সাত দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া। আর ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক ইরান, নেপাল ও ইরাক। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। আগামীকাল দুটি সেমিফাইনাল ও ৮ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ