সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের প্রধান কোচ

    দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের প্রধান কোচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেষ হলো পাকিস্তান ক্রিকেটে গ্র্যান্ট ব্র্যাডবার্ন অধ্যায়। পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন তিনি। বাবর-শাহিনদের সাথে সম্পর্ক শেষ করে পাড়ি জমাচ্ছেন ইংলিশ কাউন্টিতে।

    ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামরগনের সাথে তিন বছরের চুক্তি করেছেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। আগামী মাস থেকেই দলটির প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি। ফলে শেষ হচ্ছে পাকিস্তান দলের সাথে তার ৫ বছরের পথচলা।

    ২০১৮ সাল থেকেই পাকিস্তানের ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন ব্র্যাডবার্ন। শুরুতে ফিল্ডিং কোচ হিসেবে তিনি যুক্ত হলেও এরপর লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হয় তার কাঁধে। এরপর সাকলাইন মুশতাক পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছাড়লে তার স্থলাভিষিক্ত হন ব্র্যাডবার্ন।

    ভারত বিশ্বকাপেও পাকিস্তানের দায়িত্বে ছিলেন ব্র্যাডবার্ন। তবে বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। ছিলেন না অবশ্য অস্ট্রেলিয়া সফরেও। এমতাবস্থায় অবশেষে নিজেই সরে দাঁড়ালেন ব্র্যাডবার্ন।

    নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্র্যাডবার্ন। তিনি পাকিস্তান দলকেও শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের সাথে চমৎকার অধ্যায়ের ইতি টানার এখনই সময়। ৫ বছরে তিনটি ভূমিকায় কাজ করেছি, নিজের অর্জন নিয়ে আমি গর্বিত। দারুণ সব খেলোয়াড়, কোচ ও স্টাফদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। পাকিস্তান দল, স্টাফ ও দলের সাথে সম্পৃক্ত সবার সাফল্য ও উন্নতি কামনা করি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন