সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নাজমুল আবেদিন ফাহিমের ধারনা

    সাকিবের উত্থানের পথটা সহজ হলেও রাজনৈতিক জীবনটা অনেক বেশি চ্যালেঞ্জিং

    সাকিবের উত্থানের পথটা সহজ হলেও রাজনৈতিক জীবনটা অনেক বেশি চ্যালেঞ্জিং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সবার জানা টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাট মিলে প্রায় একযুগ বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা ছিল তার গায়ে। সবাই মানেন, তিনিই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা তারকা, সবচেয়ে চৌকশ ক্রিকেটার।


    একজন ক্রিকেটার হিসেবে সাকিবের পরিচিতি বাংলাদেশ ছাপিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সাকিবের গুরু নাজমুল আবেদিন ফাহিমের ধারনা, ক্রিকেটার সাকিব বড় হয়ে আজকের জায়গায় এসেছেন অনেক কাঠখড় পুড়িয়ে, হাড়ভাঙ্গা পরিশ্রম করে।

     

    পুরো পথটা ছিল বন্ধুর। তাকে অনেক কষ্ট করেই মাঠে বিশ্বের সব বাঘা-বাঘা পারফরমারদের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে এবং তিনি বেশ সাফল্যের সঙ্গে তা অতিক্রমও করেছেন।

    কিন্তু ফহিমের অনুভব, রাজনৈতিক মঞ্চে আজ সাকিব যে জায়গায় দাঁড়িয়ে, সেখানে পৌঁছাতে তাকে তেমন কষ্ট করতে হয়নি। তবে তিনি মনে করেন, ‘উত্থানের পথটা অনেক বেশি সহজ হলেও সাকিবের রাজনৈতিক জীবনটা কিন্তু মোটেই সহজ হবে না। বরং সেটা হবে অনেক বেশি চ্যালেঞ্জিং।’

     

    সাকিবকে নিয়ে এসব কথা বলেন ফাহিম, ‘সাকিব ক্রিকেটার হিসেবে অনেক ওপরে। ক্রিকেটার সাকিব বিরাট উচ্চতা নিয়েই রাজনীতিতে এসেছে। ওই হিসেবে এটা আর এক ধরনের অ্যাডিশনাল অ্যাচিভমেন্ট।’


    ‘ক্রিকেটে তাকে ওপরে ওঠার জন্য যতটা পরিশ্রম করতে হয়েছে। এখানে এতটা পরিশ্রম করতে হয়নি। ক্রিকেটটা তার নিজের। ও কি করবে না করবে সেটা তার ব্যাপার। সেখানে উন্নতি করতে হবে তার নিজেকেই; কিন্তু রাজনীতির মাঠে উন্নতিটা তার একার হাতে না। এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। এ দায়িত্বটা তাকে পালন করতেই হবে। কোন চয়েজ নেই। চ্যালেঞ্জটা বড়। নিজের ওপরেও। এখানে ভাল না করার কোন সুযোগ নেই। তার নির্বাচনী এলাকায় জনকল্যাণমূলক কাজ তাকে করতেই হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন