সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সৌম্যর শতাধিকে চ্যালেঞ্জিং রেকর্ড টাইগারদের

    সৌম্যর শতাধিকে চ্যালেঞ্জিং রেকর্ড টাইগারদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ড সফরে সৌম্য সরকারের জায়গা পাওয়াটা যে কোনো ভুল ছিল না তা সমালোচকদের আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই হার্ডহিটার। নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কিউই বোলিং আক্রমণ চুরমার করে ১৬৯ রানের বিধ্বংসী ইনিংসের পথে হয়েছে বেশ কিছু রেকর্ডও। সবচেয়ে বড় দলীয় সংগ্রহ ২৯১ রান এসেছে বাংলাদেশের ঝুলিতে।

    বিদেশের মাটিতে সবচেয়ে বেশি রানের ব্যক্তিগত ইনিংস ছিল তামিম ইকবালের ১৫৪। সেটি টপকে সৌম্য ১৫১ বলে ২২ চার ও ২ ছয়ে করেন ১৬৯। ওপেনিংয়ে নেমে আউট হন ইনিংসের শেষ ওভারে। উইলিয়াম ও’রার্ক এর ওই ওভারে আরও দুই উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ২৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

    আগের ম্যাচে শুণ্য রানে আউট হয়ে বাংলাদেশ দলে সুযোগ পাওয়াকে প্রশ্নের মুখে ফেলেছিলেন সৌম্য। এক ম্যাচ পরই দেড়শ পেরেনো ইনিংস খেলে বার্তা দিলেন ফুরিয়ে যাননি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১১৬ বলে ১৩ বাউন্ডারিতে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন টাইগার ওপেনার। শেষের ৩৮ বলে যোগ করেন ৬৯ রান।

    সৌম্য সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। বড় ইনিংস না পাওয়ায় তাকে ঘিরে প্রত্যাশাও কমে আসে। ঘরোয়া লিগেও রান পাচ্ছিলেন না। চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে ফেরার পর ডাক পান বাংলাদেশ দলে।

    প্রথম সিরিজে সুযোগ কাজে লাগাতে না পারলেও কিউইদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে নতুন করে সম্ভাবনার জানান দিলেন সৌম্য। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিকে বেশ লম্বা করলেন।

    টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল হতাশার। দলের রান ফিফটি ছোঁয়ার আগেই সাজঘরে ফিরেন যান এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস। কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। এক প্রান্ত থেকে লড়ে যান শুধু সৌম্য।
    তৌহিদ হৃদয় রান আউট হয়ে ফিরলে বিপদ আরও বাড়ে। ৮০ রানে ৪ উইকেট হারানোর পর অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে জুটি জমে ওঠে সৌম্যর।

    ৯১ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙে মুশফিক ৪৫ করে আউট হলে। মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিবকে নিয়ে লড়ে সৌম্য তিনশর কাছে নিয়ে যান বাংলাদেশের সংগ্রহ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন