সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নকআউটে পিএসজি

    বার্সা হারলেও জিতে মাঠ ছেড়েছে ম্যানসিটি

    বার্সা হারলেও জিতে মাঠ ছেড়েছে ম্যানসিটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলা আগেই নিশ্চিত করেছিল বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৩-২ গোলে হারিয়ে টানা ছয় ম্যাচেই ম্যানসিটি জয়ের দেখা পেলো। তবে বেলজিয়ান ক্লাব এন্টওয়ার্পের কাছে ৩-২ গোলে হেরে অঘটনের শিকার বার্সা। বাঁচা-মরার লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ডকে ১-১ গোলে রুখে দিয়ে শেষ ষোলোয় পা দিয়েছে পিএসজি।

    এন্টওয়ার্পের মাঠে বুধবার রাতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই বার্সেলোনা পিছিয়ে পড়ে। ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্থার ভার্মেরেন। পাল্টা আক্রমণ থেকে ৩৫ মিনিটে লামিন ইয়ামালের বাড়ানো বল পেয়ে সমতা টানেন ফেররান তরেস।

    বিরতির পর ৫৬ মিনিটে আলহাসান ইউসুফের পাসে বল পেয়ে এন্টওয়ার্পকে লিড পাইয়ে দেন ভিনসেন্ট জানসেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে ইলকায় গুনডোয়ানের ফ্রি কিকে হেডে বল জালে জড়িয়ে বার্সার ডেরায় স্বস্তি ফিরিয়েছিলেন মার্ক গুইউ। যদিও সেই স্বস্তি মিনিট খানেকের বেশি স্থায়ী হয়নি। জেলে বাতাইলের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের শটে এন্টওয়ার্পের হয়ে জয়সূচক গোলটি করেন জর্জ ইলেনিখেনা।

    পরাজয়ের পরও বার্সেলোনা ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ ’ গ্রুপের টেবিলের শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করেছে। আরেক খেলায় শাখতার দোনেৎস্ককের বিপক্ষে ৫-৩ গোলের জয়ে ১২ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পা দিয়েছে পোর্ত। বার্সার সঙ্গে হেড টু হেডে পিছিয়ে থাকায় পর্তুগিজ ক্লাবটি হয়েছে গ্রুপ রানার্সআপ। টেবিলের তিনে থেকে আসর শেষ করা শাখতারের পয়েন্ট ৯। স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে পাওয়া একমাত্র জয়ে ৩ পয়েন্ট ঝুলিতে ভরেছে তলানিতে থাকা এন্টওয়ার্প।

    বেলগ্রেডের মাঠে ‘জি ’ গ্রুপের খেলায় ম্যানসিটি একাডেমির ফুটবলার মিকাহ হ্যামিল্টন মূল দলে অভিষেক ম্যাচেই পান গোল। ১৯ মিনিটে তার গোলেই বর্তমান চ্যাম্পিয়নরা লিড পায়। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অস্কার বব। রেড স্টারের হয়ে ৭৬ মিনিটে বল জালে জড়ান হোয়াং ইন-বিওম। স্পট কিক থেকে কালভিন ফিলিপস ৮৫ মিনিটে বল জালে জড়ান। যোগ করা সময়ের প্রথম মিনিটে হেডে গোল করে রেড স্টারের হয়ে ব্যবধান কমান আলেকসান্ডার কাটাই।

    ম্যানসিটি ছয় ম্যাচের সবকটিতে জিতে পেয়েছে ১৮ পয়েন্ট। আরেক ম্যাচে ইয়াং বয়েজের বিপক্ষে ২-১ জিতে আগেই নকআউটের টিকিট কাটা লেইপজিগ ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ।

    সিগনাল ইদুনা পার্কে হওয়া ‘ডি ’ গ্রুপের ম্যাচের ৫১ মিনিটে করিম আদয়েমির গোলে লিড পায় বরুশিয়া ডর্টমুন্ড। মিনিট পাঁচেক পর ওয়ারেন জাইরে-এমেরি ডান পায়ের কোণাকুণি শটে লক্ষ্যভেদ করলে ড্র নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

    একই গ্রুপের আরেক খেলায় নিউক্যাসেল ইউনাইটেডের সঙ্গে ২-১ গোলে জিতেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় নকআউট পর্বে উঠতে পারেনি এসি মিলান। ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোলিন্টনের গোলে নিউক্যাসেল ৩৩ মিনিটে লিড পায়। বিরতির পর ৫৯ ও ৮৪ মিনিটে মিলানের হয়ে নিশানাভেদ করেন ক্রিস্টিয়ান পুলিসিচ ও স্যামুয়েল চুকউয়েজে।

    বরুশিয়া ডর্টমুন্ড ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিল টপার। গ্রুপ রানার্সআপ হওয়া পিএসজি ও তৃতীয় স্থানে থেকে বিদায় নেয়া এসি মিলানের পয়েন্ট ৮। নিউক্যাসেল ৫ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে আসর শেষ করে।

    শেষ ষোলোতে খেলা আগেই নিশ্চিত করা অ্যাটলেটিকো মাদ্রিদও জয়ের দেখা পেয়েছে। ঘরের মাঠে লাজিওকে ২-০ গোলে হারায় ডিয়েগো সিমিওনের দল। ষষ্ঠ মিনিটে অ্যান্টনিও গ্রিজম্যান ও ৫১ মিনিটে স্যামুয়েল লিনো বল জালে জড়ান।

    ‘ই ’ গ্রুপের টেবিলে সবার উপরে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ১৪। দুইয়ে থেকে নকআউট পর্বে যাওয়া লাজিওর পয়েন্ট ১০।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন