সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • মুশফিকের ‘হ্যান্ডলিং বল’ আউটেও নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

    মুশফিকের ‘হ্যান্ডলিং বল’ আউটেও নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ
    মুশফিকের ‘হ্যান্ডলিং বল’ আউটেও নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বের দ্বিতীয় ও বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ‘হ্যান্ডলিং বল’ আউট হয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ঘটনাটি ঘটেছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের ৪১তম ওভারে। পেসার কাইল জেমিসনের বলে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে হাত দিয়ে  বল সরিয়ে দেন মুশফিক। সাথে সাথে আউটের আবেদন করে নিউজিল্যান্ড দল। টিভি রিপ্লেতে মুশফিককে আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার।

    ক্রিকেট আইন অনুসারে, বল খেলার মধ্যে থাকতে ব্যাটসম্যান যদি যে হাতে ব্যাট ধরা নেই, সেই হাত দিয়ে বল ধরেন, তবে এই আউট হবেন। কিন্তু যদি চোটের হাত থেকে বাঁচতে বল ধরেন তবে তিনি আউট হবেন না।

    ১৯৫১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের লেন হাটন টেস্ট ক্রিকেটে প্রথম এমন আউট হন। ঐ আউটটিকে বলা হত ‘হ্যান্ডলিং বল’। কিন্তু ২০১৭ সাল থেকে এটিকে বলা হচ্ছে- ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’। 

    রেকর্ড অনুসারে ক্রিকেটের তিন ফরম্যাটে এখন পর্যন্ত মোট ১২ জন ক্রিকেটার এমন আউট হয়েছেন।

    মুশফিকের এমন আউটে হতাশ হয়েছেন টেস্টের প্রথম দিন অল্প কিছুক্ষণের জন্য ধারাভাষ্য দেওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকর হিসেবে তামিমের অভিষেক  বাউন্ডারি দিয়ে সেটিকে স্বাগত জানান মুশফিক। কিন্তু কিছুক্ষণ পরই অদ্ভুতভাবে আউট হন মুশফিক।

    ধারাভাষ্যে তামিম বলেন, ‘আপনি এটি করতে পারেন না। এটা স্টাম্পে আঘাত করছিল না। গত ১৮ বছর ধরে ক্রিকেট খেলছেন, এ নিয়ম ভালভাবেই জানতেন। মুশফিকুরের মতো ক্রিকেটারের কাছ থেকে এমনটা আশা করা যায় না।’

    অবশ্য ব্যাটিং ব্যর্থতায় মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েও প্রথম দিন শেষে সফরকারী নিউজিল্যান্ডকে চাপে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে ৫৫ রান করতেই ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে ১১৭ রানে পিছিয়ে কিউইরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন