সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • এবার অবসরের ঘোষণা ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার

    এবার অবসরের ঘোষণা ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার
    এবার অবসরের ঘোষণা ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেট কিংবা ফুটবল, উভয় খেলায় জনপ্রিয়তার শীর্ষে। আর এসব দলের প্রত্যেক সদস্যের রয়েছে জনপ্রিয়তা। তাইতো খেলোয়াড়দের অবসরের ঘোষণায় কান্নায় ভেঙে পড়েন অনেক দর্শক। এবার অবসরের তালিকায় যোগ হতে যাচ্ছে ফ্র্যান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার অলিভিয়ের জিরুডের।

    ২০১১ সালের যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফ্রান্স দলের হয়ে অভিষেক হয় অলিভিয়ের জিরুডের। খেলেছেন দুটি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। জাতীয় দলের হয়ে এক যুগের ক্যারিয়ারে একবার বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছেন এই ফরাসি তারকা। 

    তবে কখনই ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ, ইউরো জেতা হয়নি সাবেক চেলসি এই তারকার। তাই জার্মানির মাটিতে অনুষ্ঠিতব্য ২০২৪ ইউরোতে ফ্রান্সের হয়ে শিরোপা জিততে চান জিরুড। ইউরোপের সবচেয়ে বড় টুর্নামেন্টের আসন্ন আসর জিতে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি ঘটাতে চান ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার।

    ফরাসিদের হয়ে খেলেছেন ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের ফাইনাল। দেশের জার্সিতে ৫৬টি গোল করেছেন এসি মিলানের এই তারকা ফুটবলার।

    জাতীয় দল থেকে অবসর প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জিরুড বলেন, ‘আমি ইউরোর শিরোপা অনেক বেশি মিস করছি। ফ্রান্স যদি এবার সেটা জিততে পারে তাহলে আমি অবসর নেব। দল শেষ পর্যন্ত ইউরোতে চ্যাম্পিয়ন না হলেও আমি অবসর নেব। আমি প্রতিটি মুহূর্ত উপবোগ করছি।’

    জিরুড আরও বলেন, ‘কিছু মানুষকে বলেছিলাম, যদি ২০২২ কাতার বিশ্বকাপ জিততে পারতাম তাহলে আমি অবসর নিতাম। সেটা হয়নি। তাই আমি দেশকে আরও শিরোপা জেতানোর জন্য মুখিয়ে আছি। আমার আশা অনেক বড়। সবকিছু ঠিকঠাক হলে এটা সম্ভব হতে পারে।’

    ২০২৪ সালের ইউরোর আসরে ফ্রান্স গ্রুপ পর্বে কোন কোন দলের বিপক্ষে খেলবে, সে বিষয়েও ভবিষ্যদ্বাণী করেছেন জিরু। জানিয়েছেন, এই আসরে ডি-গ্রুপে খেলবে তার দল ফ্রান্স। রাউন্ড রবিন পদ্ধতিতে এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে ফ্রান্সের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া, নেদারল্যান্ড এবং প্লেঅফ উইনার (পোলান্ড, ওয়েলস, ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মধ্যকার যেকোন একটি)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন