রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল পবিত্র আশুরায় ঢাকায় ঐতিহাসিক তাজিয়া মিছিল শুরু পবিত্র আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় প্রেরণা জোগাবে: প্রধান উপদেষ্টা
  • বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের লক্ষ্য দিলো টাইগাররা

    বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের লক্ষ্য দিলো টাইগাররা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামে বাংলাদেশ। সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা টাইগারদের জন্য এটি ছিল বাঁচা-মরার ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

    তবে ব্যাটিংয়ে নেমে খুব একটা বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। শুরুর দিকে কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রানে থামে টাইগারদের ইনিংস। এখন জয় পেতে এই স্কোর রক্ষায় জোর লড়াই করতে হবে বাংলাদেশকে।

    দ্বিতীয় ওয়ানডেতে সিরিজে টিকে থাকার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমে আবারও শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। আগের ম্যাচের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি লাল-সবুজের দল। ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত পারভেজ হোসেন ইমনের প্রথম ফিফটি ও তাওহিদ হৃদয়ের লড়াকু ইনিংস সত্ত্বেও বাংলাদেশ থামে ২৪৮ রানে।

    তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ৭ রান করে ফেরেন তানজিদ তামিম, যিনি আগের ম্যাচে ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর অভিষিক্ত পারভেজ হোসেন ইমন ও শান্ত গড়েন ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে শান্ত থেমে যান মাত্র ১৪ রানে।

    ইমন দেখান আত্মবিশ্বাসী ব্যাটিং, তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। ৬৯ বলে করেন ৬৭ রান, তবে ইনিংসটা বড় করতে পারেননি। হাসারাঙ্গার এক দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন তিনি।

    এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মিরাজ ৯, শামিম ২২ ও জাকের আলি ২৪ রান করে ফিরে যান।

    তবে এক প্রান্তে লড়াই চালিয়ে যান তাওহিদ হৃদয়। ধৈর্য ধরে খেলে ৬৯ বলে করেন ৫১ রান। ইনিংস শেষ করে যেতে পারেননি তিনিও, রানআউট হয়ে ফিরে যান। ব্যাটারদের এ ভাঙাগড়ার মধ্যেই শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে অলআউট হয় বাংলাদেশ দল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন