রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নবীনগরে শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করতে "আমিও পারবো" কর্মসূচি

    নবীনগরে শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করতে ব্যতিক্রমধর্মী এক উদ্বুদ্ধকরণ কর্মসূচি "আমিও পারবো" অনুষ্ঠিত হয়েছে। 

    রোববার সকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে স্থানীয় শিক্ষা উন্নয়নমূলক সংগঠন "আমরা মেধা বিকাশে কাজ করি" এর আয়োজনে ও নবীনগর পৌরসভার পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজ। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান ও নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক সামসুন্নাহার বেগম, মো. শামীম ও নূর মোহাম্মদ সিকদার।

    উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পরীক্ষাভীতি দূর করে আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি উৎসাহ, অনুপ্রেরণা ও সহমর্মিতা খুবই প্রয়োজন।”

    প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “শিক্ষা শুধু জ্ঞানের বাহক নয়, সমাজের অগ্রযাত্রা গড়ে তোলার চালিকা শক্তি।” তিনি আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

    আয়োজক সংগঠনের আহ্বায়ক এটিএম রেজাউল করিম সবুজ জানান, “এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে একাধিক সেবা টিম। যারা পরীক্ষার আগমুহূর্তে শিক্ষার্থীদের মানসিক সহায়তা, পাঠ সহায়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে কাজ করবে।”

    উপজেলার ২১টি ইউনিয়নের ১০১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ