রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল পবিত্র আশুরায় ঢাকায় ঐতিহাসিক তাজিয়া মিছিল শুরু
  • ঝিনাইদহে এলজিইডি’র সাবেক প্রকৌশলী’র জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

    ঝিনাইদহে এলজিইডি’র সাবেক প্রকৌশলী’র জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহে এলজিইডির সাবেক প্রকৌশলী ফজল আহাম্মদ এর পৈত্রিক জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

    ফজল আহাম্মদ জানান, ঝিনাইদহ মৌজায় এস.এ রেকর্ড এর ৬২০/১ খতিয়ানের ৮০৪ নং দাগে ৬ শতাংশ জমির মালিক তার বাবা মোঃ ফজলুর রহমান।

    এই জমি তার বাবা ৯৫ সালে তাকে হেবা দলিলের মাধ্যমে দান করেন।কিন্তু চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় কর্মরত থাকা অবস্থায় তার পাশের জমির মালিক, সাবেক গণবাহিনীর লিডার ভূমিদস্যূ আব্দুল গফুর, যশোর ভূমি অফিস থেকে অসদুপায়ে আরএস রেকর্ড করে উক্ত জমি দখল করেন।এরপর প্রকৌশলী ফজল আহাম্মদ।

    ঝিনাইদহ আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেন।উক্ত মামলা চলাকালীন অবস্থায় সম্পূর্ণ বেআইনি ভাবে, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু’র সাথে যোগসাজশে জোরপূর্বক আব্দুল গফুর সেখানে বহুতল ভবন নির্মাণ করেন।নিজ জমি ফিরে পেতে ভূমি জরিপ এর জন্য ঝিনাইদহ পৌরসভায় ফজল আহাম্মদ আবেদন করলেও সেটা বন্ধ করতে নানা তদবির করছেন আব্দুল গফুর।এ বিষয়ে আব্দুল গফুরের কাছে জানতে চাইলে তিনি বলেন,জমি নিয়ে আদালতে মামলা চলছে,এখন জমি মাপার কোন প্রশ্নই আসে না। 

    ঝিনাইদহ সদর পৌরসভার নিযুক্ত এ্যাঃ বদিউজ্জামান বদি’র কাছে জমি মাপার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জমি মাপার কথা ছিলো, কিন্তু হঠাৎ আব্দুল গফুর নোটিশ দিয়েছেন, এজন্য জমির মাপ স্হগিত রয়েছে। উল্লেখ্য ফজল আহম্মদ পৈতিক সম্পত্তি ফিরে পাওয়া জন্য আদালতে মামলা করেন ২০০২ সালে, আর ভূমিদস্যূ ও অবৈধ দখলদার আব্দুল গফুর আদালতে মামলা করেন ২০২৪ সালে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন