রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিশাল মিছিল

    জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিশাল মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৯শে জুলাই শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরা পূর্ব থানা আজ দুপুর ২টায় একটি বিশাল মিছিলের আয়োজন করেছে।

    মিছিলটি উত্তরা (বিডিআর মার্কেট) কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে রাজউক কলেজের সামনে দিয়ে রাজলক্ষ্মী এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিলের সময় ও স্থান নিয়ে উত্তরা পূর্ব থানার পক্ষ থেকে সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

    মিছিলে ঢাকা-১৮ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, কেন্দ্রীয় সূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর, উত্তরা পূর্ব জোনের পরিচালক জামাল উদ্দীন, উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পূর্ব থানা আমির জামাতের আমির মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হাসান রুবেল,উত্তরা পূর্ব থানার তথ্য সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জামাত ও ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

    স্থানীয় নেতারা উল্লেখ করেন, আগামী ১৯শে জুলাইয়ের জাতীয় সমাবেশ দেশের জন্য একটি ঐতিহাসিক ও শক্তিশালী রাজনৈতিক আয়োজন হবে এবং এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবে। সফল সমাবেশের জন্য সকল এলাকার মানুষের সহযোগিতা কামনা করা হয়।

    উত্তরা পূর্ব থানা ও জামায়াতে ইসলামীর নেতারা আগামী কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ