রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সাংবাদিকদের উচ্ছেদ করে রাজউকের জমিতে মাদকচক্রের দখল!

    সাংবাদিকদের উচ্ছেদ করে রাজউকের জমিতে মাদকচক্রের দখল!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজউকের জমিতে দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে অবস্থান করা সামাজিক ও সাংবাদিকদের সংগঠন উত্তরা প্রেস ক্লাবের ঘর হঠাৎ করে উচ্ছেদ করে সেখানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের জন্য ঘর নির্মাণের অভিযোগ উঠেছে রাজউকের কিছু অসাধু কর্মকর্তা এবং স্থানীয় চাঁদাবাজ নেতাদের বিরুদ্ধে।

    স্থানীয় উত্তরা প্রেসক্লাবের সাংবাদিকদের সূত্রে জানা যায়,গত ২৩ জুন রাতে উত্তরার অবৈধ ট্রাক স্ট্যান্ড চাঁদাবাজ চক্রের প্রধান এবং এক রাজনৈতিক দলের পরিচয়ধারী কিছু ব্যক্তি এসে উত্তরা প্রেস ক্লাবের পাশের খালি জায়গায় ঘর নির্মাণের অনুমোদন চাইলে, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমেদ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম একা তাদের ঘর নির্মাণে অনুমতি না দেন।

    তাতে ক্ষুব্ধ হয়ে ঐ ব্যক্তিরা বিএনপির উত্তরার নেতার পরিচয় দিয়ে প্রেস ক্লাব উচ্ছেদের হুমকি দিয়ে চলে যান।

    পরদিন ২৪ জুন সকালেই রহস্যজনকভাবে রাজউকের কিছু কর্মকর্তা এসে প্রেস ক্লাবের ঘর উচ্ছেদ করে দেন। উচ্ছেদের এক সপ্তাহের মধ্যেই ওই স্থানে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের জন্য ঘর নির্মাণ করা হয়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

    স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, রাজউকের অসাধু কর্মকর্তা ও স্থানীয় রাজনীতিবিদের একটি চক্র এই দখল ও মাদক স্পট তৈরির পেছনে জড়িত। স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে—কে দিচ্ছে এই চক্রকে এমন সাহস?

    সাংবাদিক সমাজ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও মাদক স্পট উচ্ছেদ করে উত্তরা প্রেস ক্লাব পুনঃস্থাপনের দাবি জানিয়েছ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ