সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ইন্দোনেশিয়ায় ফেরিডুবি: নিখোঁজ ৪৩, উদ্ধার ২০

    ইন্দোনেশিয়ায় ফেরিডুবি: নিখোঁজ ৪৩, উদ্ধার ২০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার বালির উপকূলে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় এখনো অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (BASARNAS)।

    বুধবার (২ জুলাই) রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালির গিলিমানুক বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি। যাত্রার প্রায় ৩০ মিনিট পর এটি সাগরে ডুবে যায়।

    BASARNAS-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ছিল ট্রাক।

    বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, এখন পর্যন্ত ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া অনেকেই দীর্ঘ সময় সাগরের ঢেউয়ের মধ্যে ভেসে থাকার কারণে অচেতন ছিলেন। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহও উদ্ধার করা হয়েছে।

    বুধবার রাত থেকেই নয়টি উদ্ধারকারী নৌযান নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তবে দুই মিটার পর্যন্ত উঁচু ঢেউ উদ্ধারকাজে মারাত্মকভাবে বাধা সৃষ্টি করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    উল্লেখ্য, দ্বীপসমৃদ্ধ ইন্দোনেশিয়ায় ফেরিডুবির ঘটনা প্রায়শই ঘটে থাকে। দেশটির মানুষ দ্বীপান্তরিত যাতায়াতের জন্য মূলত ফেরির ওপরই নির্ভরশীল। অনেক সময় এসব ফেরিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

    উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা এখনো চলমান রয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ