রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল পবিত্র আশুরায় ঢাকায় ঐতিহাসিক তাজিয়া মিছিল শুরু
  • নরসিংদীতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    নরসিংদীতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছেন এক মাদকাসক্ত ব্যক্তি। বুধবার (২ জুলাই) দুপুর ২টার দিকে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ শাহিন (৪২)। তিনি মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দী গ্রামের বাসিন্দা এবং হাসনাবাদ বাজারের স্যানিটারি ব্যবসায়ী।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শাহিন তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করতে এসে হিসাব সহকারীর কক্ষে বসেছিলেন। হঠাৎ করেই শামীম নামে এক ব্যক্তি ধারালো দা হাতে কক্ষে ঢুকে শাহিনকে উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই শাহিন গুরুতর আহত হন।

    হামলায় হিসাব সহকারী কামাল হোসেনসহ আরও দুজন আহত হন। পরে স্থানীয়রা হামলাকারী শামীমকে আটক করে পুলিশে সোপর্দ করেন এবং শাহিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘাতক শামীম একই ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। তিনি এলাকায় একজন পরিচিত মাদকসেবী।

    হিসাব সহকারী কামাল হোসেন জানান, ঘটনার আগে মাতাল অবস্থায় পরিষদের আঙিনায় চিৎকার করছিল শামীম। নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে দরজা ভাঙার চেষ্টা করে। কিছু সময় পরে পরিস্থিতি স্বাভাবিক মনে হলে আবার কাজ শুরু করা হয়। কিন্তু বিকাল ৩টার দিকে হঠাৎ শামীম দা হাতে কক্ষে ঢুকে শাহিনের ওপর হামলা চালায়।

    রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, ঘটনার পরপরই পুলিশ গিয়ে শামীমকে আটক করে। নিহতের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন