চার লেনে উন্নীত সড়ক, তবু দুর্ভোগে লক্ষ্মীপুরবাসী


লক্ষ্মীপুর জেলা শহরের মূল সড়কটি আধুনিকায়নের অংশ হিসেবে সম্প্রতি চার লেনে উন্নীত করা হয়েছে। কিন্তু আশানুরূপ সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ। সরেজমিনে দেখা যায়, সড়কের এক বিশাল অংশ জুড়ে এখনো অবৈধ দখলদারদের কবলে।
ফুটপাত এবং সড়কের পাশ ঘেঁষে বসানো হয়েছে হকারদের দোকান, রিকশা-ভ্যান ও নানা পণ্যের অস্থায়ী স্টল। এতে করে যানজট লেগেই আছে, বিশেষ করে বৃষ্টির দিনে দুর্ভোগ আরও চরমে পৌঁছায়।
সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পথচারীদের হাঁটার জায়গা নেই। অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলতে গিয়ে জ্যামে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। সস্হানীয়দের প্রশ্ন—সড়ক প্রশস্ত হলেও যদি তা ব্যবহার উপযোগী না হয়, তাহলে উন্নয়ন কাজ কতটা কার্যকর.?
এমতাবস্থায় সচেতন মহল ও স্থানীয়দের দাবি—অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ করে সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক। যেন উন্নয়ন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবেও সুফল বয়ে আনে।
দৈএনকে/ জে. আ
