সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল স্পেনের শীর্ষ কোম্পানি

    ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল স্পেনের শীর্ষ কোম্পানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা দিয়েছে স্পেনের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিডেনর। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১ জুলাই) এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

    স্পেনের উত্তরাঞ্চলের বসক প্রদেশভিত্তিক কোম্পানিটি জানিয়েছে, তারা এখন থেকে ইসরায়েলে আর কোনো পণ্য রপ্তানি করবে না। সিডেনরের ভাষ্যমতে, এই সিদ্ধান্তে তাদের আর্থিক ক্ষতি তেমন হবে না, কারণ ইসরায়েল ছিল তাদের বাজারের খুবই ক্ষুদ্র একটি অংশ—মোট বিক্রির ০.৫ শতাংশেরও কম।

    এ ঘোষণার আগে আয়ারল্যান্ডভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘দ্য ডিচ’ একটি প্রতিবেদন প্রকাশ করে, গত আগস্ট থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ইসরায়েলি রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারী সংস্থা আইএমআই সিস্টেমে সিডেনর প্রায় ১,২০৭ টন স্টিল রপ্তানি করেছে।

    স্থানীয় এক গণমাধ্যম জানায়, তদন্ত প্রকাশের পর জনমতের চাপ বাড়ে, এবং সেই পরিপ্রেক্ষিতে সিডেনর ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেয়।

    স্পেনের ভোক্তাবিষয়ক মন্ত্রী পাবলো বুস্তিনদুই সামাজিক মাধ্যম ব্লুস্কাই-তে দেওয়া এক পোস্টে লেখেন, ‘সিডেনর জনমতের চাপে মাথা নত করেছে।’ তিনি আরও জানান, তিনি এখন স্পেনের ব্যবসায়ী সংগঠন সিইওই-এর অবস্থান জানার অপেক্ষায় আছেন। উল্লেখ্য, স্পেন সরকার এরই েমধ্যে দেশটির সব কোম্পানিকে ইসরায়েলি দখলদারিত্ব, বর্ণবিভেদ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার সঙ্গে জড়িত সব রকম সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে।

    গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে স্পেন সরকার ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য স্থগিত করেছে বলেও দাবি করা হয়। তবে কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, এখনো কিছু অস্ত্র চুক্তি কার্যকর রয়েছে।

    ইউরোপের দেশগুলোর মধ্যে ইসরায়েলের আগ্রাসনের সবচেয়ে সরব সমালোচক হিসেবে উঠে এসেছে স্পেন। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৬ হাজার ৬০০র বেশি মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছেন।

    গত বছর স্পেন সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করে। এ ছাড়া, সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করে বলেন, ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ইউরোপ। তার মতে, ইইউ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি বজায় রেখে দ্বৈতনীতি অনুসরণ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ