সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • মোসাদের সঙ্গে সম্পৃক্ততা: ইরানে গ্রেপ্তার অর্ধশতাধিক, নিহত ২

    মোসাদের সঙ্গে সম্পৃক্ততা: ইরানে গ্রেপ্তার অর্ধশতাধিক, নিহত ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ সময় নিরাপত্তা অভিযানে আরও দুই সন্দেহভাজন এজেন্ট নিহত হন বলে জানা গেছে।

    মঙ্গলবার (১ জুলাই) ইরানের বিভিন্ন গণমাধ্যম আইআরজিসির বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়, আটক ব্যক্তিরা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে।

    ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতার অভিযোগে অর্ধশতাধিক এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এছাড়া অভিযানের সময় আরও দুই এজেন্ট নিহত হন। মঙ্গলবার (১ জুলাই) আইআরজিসির বরাতে ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

    আইআরজিসি জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বে অবস্থিত সিস্তান ও বালুচিস্তান প্রদেশে গত দুই সপ্তাহ ধরে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে মোসাদের ৫০ জনের বেশি এজেন্টকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী এবং এ সময় নিহত হয়েছে দু’জন ‘সন্ত্রাসী’। 

    দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে নাশকতা এবং বিজ্ঞানীদের হত্যার মতো অভিযান পরিচালনা করে আসছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। ইতোমধ্যেই মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার এবং এর কার্যক্রম পরিচালনা করার অভিযোগে দোষী সাব্যস্ত অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান।

    এদিকে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন, যা সম্প্রতি ইরানি ভূখণ্ডে চালানো ইসরায়েলের আগ্রাসনের সময় লক্ষ্যবস্তু করা হয়েছিল।

    মঙ্গলবার দুপুরে তিনি ১২ দিনের আরোপিত যুদ্ধের সময় বোমা হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির মাত্রা, ত্রাণ ও ক্ষতিপূরণ প্রদানের অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

    প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল ১৩ জুন থেকে ইরানে হামলা শুরু করে, এতে ১০২ জন নারী ও ৩৮ জন শিশুসহ ৯৩৫ জন ইরানি নিহত হন। তেহরানের পাল্টা হামলায় নিহত হন ২৮ ইসরায়েলি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ