সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • প্রথম চেষ্টাতেই প্রশাসন ক্যাডারে কুড়িগ্রামের সাজিদুল

    প্রথম চেষ্টাতেই প্রশাসন ক্যাডারে কুড়িগ্রামের সাজিদুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের সীমান্তঘেঁষা রাজিবপুর উপজেলার ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মো. সাজিদুল ইসলাম দুলু। ৪৪তম বিসিএসে এ অনন্য সাফল্য অর্জন করে তিনি উপজেলার মানুষের মুখ উজ্জ্বল করেছেন।

    মো. সাজিদুল ইসলাম দুলু রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই (ফয়জাল মেম্বার পাড়া) গ্রামের সন্তান। স্থানীয় পর্যায়ে তিনি যাদুরচর মডেল ডিগ্রি কলেজ থেকে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি রাজশাহী মেডিকেল কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন। দীর্ঘদিনের অধ্যবসায়, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমই তার এই সাফল্যের মূল ভিত্তি।

    তার এই অর্জন শুধুমাত্র তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং গোটা রাজিবপুরের শিক্ষিত তরুণ সমাজের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা দুলুর এই অর্জনে আনন্দিত ও গর্বিত। অনেকে বলছেন, তার এই কৃতিত্ব রাজিবপুরে প্রশাসনিক কাঠামোর প্রতি আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

    এ বিষয়ে মো. সাজিদুল ইসলাম দুলু সাংবাদিকদের  বলেন, “আমি কৃতজ্ঞ আমার পরিবার, শিক্ষাগুরু এবং যাদের সহযোগিতায় আজকের এই অবস্থানে আসতে পেরেছি। আমি চাই, আমার সাফল্য যেন ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখতে ও তা পূরণে সাহসী হতে সাহায্য করে।”

    রাজিবপুরের মতো প্রত্যন্ত এলাকায় থেকেও যে কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার মাধ্যমে দেশের সর্বোচ্চ সেবাক্ষেত্রে স্থান পাওয়া সম্ভব—দুলুর সাফল্য সেই বার্তাই বহন করে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ