রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাত আসামি ট্রাইব্যুনালে হাজির

    আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাত আসামি ট্রাইব্যুনালে হাজির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছাত্র-জনতার চলমান আন্দোলনের মধ্যে আশুলিয়ায় সংঘটিত গণহত্যা এবং ছয়জনকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

    বুধবার (২ জুলাই) সকালে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দুই পুলিশ কর্মকর্তা—আবদুল্লাহ হিল কাফি এবং মো. শহিদুল ইসলাম।

    তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচিত এ মামলার তদন্ত শেষ হয়েছে। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) দাখিল করবে প্রসিকিউশন। এর আগে, ১৯ জুন তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। সেই প্রতিবেদনের ভিত্তিতে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ মোট ১৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

    ঘটনার পটভূমিতে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ৫ জন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। এরপর ওই ৫ জনের মরদেহ ও আহত ব্যক্তিকে পুলিশ একটি ভ্যানে তোলে। পরে ভ্যান থেকে সরিয়ে একটি গাড়িতে বসিয়ে তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

    মর্মান্তিক ওই ঘটনায় শহীদ হয়েছেন—সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। আরও একজনের পরিচয় এখনও অজ্ঞাত।

    ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন বাদীপক্ষ। এরপর তদন্ত ও অনুসন্ধানের মাধ্যমে মোট ১১ জনের নাম চূড়ান্ত করে প্রসিকিউশন। তাদের মধ্যে ৮ জন কারাগারে রয়েছেন এবং বুধবার তাদের মধ্য থেকে ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    আসামিদের তালিকা: মুহাম্মদ সাইফুল ইসলাম (সাবেক সংসদ সদস্য), মো. শহিদুল ইসলাম (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল), আবদুল্লাহ হিল কাফি (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা), এ এফ এম সায়েদ রনি (সাবেক ওসি, আশুলিয়া থানা), মো. আরাফাত হোসেন (সাবেক পরিদর্শক, ডিবি উত্তর), আবদুল মালেক (সাবেক উপ-পরিদর্শক, আশুলিয়া থানা), আরাফাত উদ্দীন, শেখ আবজালুল হক, বিশ্বজিৎ সাহা, কামরুল হাসান (সাবেক উপ-পরিদর্শকরা), মুকুল চোকদার (সাবেক কনস্টেবল)।

    মামলার তদন্ত প্রতিবেদনে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন