সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ট্রাম্পের বিরুদ্ধে মাঠে নামছেন ইলন মাস্ক!

    ট্রাম্পের বিরুদ্ধে মাঠে নামছেন ইলন মাস্ক!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ব্যয়বহুল কর-বিলকে ঘিরে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ইলন মাস্ক এবার প্রকাশ্যে দ্বিমত প্রকাশ করেছেন। সোমবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাস্ক জানান, সিনেটে বিতর্কিত এই বিল পাস হলে তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন।

    মাস্ক বলেন, “যারা জনগণের সামনে খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, অথচ এখন বিপুল ঋণের বোঝা বাড়াতে চাচ্ছেন, তাদের উচিত লজ্জায় মাথা নিচু করে রাখা। আমি চেষ্টা করব, যেন তারা আগামী নির্বাচনের প্রাথমিক ধাপেই বাদ পড়ে যান।”

    কিছুক্ষণ পর দেওয়া আরেক পোস্টে মাস্ক বলেন, ‘এই বিল পাস হলে পরদিনই আমি ‘আমেরিকা পার্টি’ গঠন করব। তার দাবি, যুক্তরাষ্ট্রে বর্তমানে কার্যত একদলীয় শাসন চলছে—যাকে তিনি আখ্যা দিয়েছেন ‘পর্কি পিগ পার্টি’ নামে। মাস্কের মতে, সময় এসেছে এমন একটি নতুন রাজনৈতিক শক্তি গঠনের, যারা জনগণের প্রকৃত স্বার্থ নিয়ে কথা বলবে।

    এর আগে হোয়াইট হাউসের সরকারি দক্ষতা বিভাগ (DOGE) উদ্যোগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাস্ক। ট্রাম্পের পুনঃনির্বাচন প্রচারেও তিনি প্রায় ২৭৫ মিলিয়ন ডলার খরচ করেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রস্তাবিত কর-বিল ঘিরে এই সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে।

    মাস্ক অভিযোগ করেছেন, বিলটি পাস হলে দেশের ঋণ ৫ ট্রিলিয়ন ডলার বেড়ে যাবে, যা ‘ঋণের দাসত্ব’ তৈরি করবে। একই সঙ্গে তিনি কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে প্রচার চালানোরও ঘোষণা দিয়েছেন।

    যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মাস্কের এই পদক্ষেপ বিশাল আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শীর্ষ ধনকুবেরের নতুন দল গঠনের ঘোষণাটি শুধু ট্রাম্প নয়, পুরো রিপাবলিকান পার্টির জন্যই বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ