সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বিজয়নগর উপজেলায় ফল মেলা ২০২৫

    ফলের সমারোহ, হরেক রকম ফল দিয়ে আপ্যায়ন

    ফলের সমারোহ, হরেক রকম ফল দিয়ে আপ্যায়ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিজয়নগর উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে ২৮ থেকে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী ফল মেলার আয়োজন করা হয়েছে। ফল মেলার শেষ দিন সোমবার বিকাল ৪ টায় উপস্থিত অতিথিদের মাঝে দেশীয় বিভিন্ন ফল দিয়ে আপ্যায়নের মাধ্যমে ফল মেলা সমাপ্ত করা হয়। 

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এই মেলার মূল উদ্দেশ্য হলো দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখা। মেলার স্লোগান হলো "দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই"।

    ফল মেলা উদ্বোধনী ও সমাপনী অধিবেশনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জিয়াউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা। 

    এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিলন মৃধা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নূরে আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আ: অদুদ মিয়া, মোঃ জহিরুল ইসলাম, আশরাফুল আলম, জনাব নজরুল ইসলাম, তানজিদা ইসলাম, লিমা খন্দকার সহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও দর্শনার্থীবৃন্দ। 

    মেলায় বিভিন্ন ধরনের দেশীয় ফল প্রদর্শন করা হয়। যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। প্রদর্শনীতে প্রচলিত ফল আম, কাঁঠাল, আনারস, কলা, পেঁপে, জাম, জামরুল, লটকন, মাল্টা, ড্রাগন, রামবুটান এর পাশাপাশি আরও অনেক অপ্রচলিত ফল বিলম্বি, তেরফল, কাঠলিচু, ডেওয়া, টেংফলসহ প্রায় ৮০-৯০ জাতের ফলের সমাহার দেখা গেছে। তথ্য ডেস্কে ফলের গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে তথ্য প্রদান করা হয়, যা ফল চাষী ও সাধারণ মানুষের মধ্যে দেশীয় ফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ