সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • লক্ষ্মীপুরে পিতাকে হত্যা, ঢাকা থেকে ধরা পড়ল মাদকাসক্ত ছেলে

    লক্ষ্মীপুরে পিতাকে হত্যা, ঢাকা থেকে ধরা পড়ল মাদকাসক্ত ছেলে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ পিতা হযরত আলী গাজী (৭৫) খুন হওয়ার ঘটনায় তার ছেলে মামুন (৩৫)–কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

    সোমবার (৩০ জুন) সকালে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    র‍্যাব জানায়, গত ১১ জুন রাতে মাদক কেনার টাকা না পেয়ে ঝগড়ার একপর্যায়ে মামুন তার পিতা হযরত আলী গাজীকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে নুর হোসেন গাজী (৪১) বাদী হয়ে রায়পুর থানায় মামুনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

    মামুন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের গাজী বাড়ির বাসিন্দা।

    সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, মামুন একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। মাদকের টাকার জন্য প্রায়ই সে পিতার সঙ্গে ঝগড়া ও মারামারিতে লিপ্ত হতো। কয়েকদিন আগেও ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে সে আবারও স্ত্রী ও বাবার সঙ্গে টাকা নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে।

    তিনি আরও জানান, ঘটনার রাতে মামুন তার বাবার কাছে মাদক কেনার জন্য টাকা চায়। হযরত আলী অপারগতা প্রকাশ করলে রাতের এশার নামাজের সময় ওজু করার সময় মামুন পেছন থেকে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন ছুটে এলে মামুন পালিয়ে যায়। গুরুতর আহত হযরত আলীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    পরে রোববার রাতে র‍্যাব-১১ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে মামুনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। সোমবার (৩০ জুন) দুপুরে মামুনকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ