সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • পঞ্চগড়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

    পঞ্চগড়ে  ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং হয়রানি মুক্ত তাৎক্ষণিক ভূমি সেবা প্রদানে, পঞ্চগড় জেলার বোদা উপজেলায় দুইটি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়া নজির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন ।

    এ সময় সহকারী কমিশনার ( ভূমি) এস এম ফুয়াদ,ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা ও ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন।  বোদা উপজেলা সদরে একটি এবং উপজেলার পাঁচপীর  ইউনিয়নের পাঁচপীর বাজারে এই দুইটি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়। 

    জানা গেছে, এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে ভূমি মালিকরা, সরকার নির্ধারিত ফি প্রদান করে , বাড়ির পাশে হয়রানি মুক্ত ভূমি সেবা গ্রহণ করবেন। ভূমির মালিকদের হয়রানি ও দুর্ভোগ কমাতে বাড়ির পাশেই এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকারি উদ্যোগে স্থাপন করা হয়েছে বলে বোদা উপজেলা নির্বাহী অফিসার মো, শাহরিয়ার নজির জানান। 

    এই সেবা কেন্দ্র চালু হওয়ার ফলে ভূমির মালিকরা উপজেলা সদরের ভূমি অফিসে না এসেই,নিজ ইউনিয়নে অতি সহজে এই সেবা গ্রহণ করতে পারবেন।এতে তাদের অর্থ ও সময় দুটোই বাঁচবে। এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে ভূমি মালিকরা সরকার নির্ধারিত ফি প্রদান করে ভূমি উন্নয়ন কর, ভূমি সেবা গ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া, ভূমি উন্নয়ন কর জমা, আপত্তি দায়ের, দাখিলাতের প্রিন্ট কপি গ্রহণ, নামজারীর আবেদন, নামজারির ফি জমা, অনলাইন নামজারির খতিয়ানের প্রিন্ট কপি গ্রহণ, নামজারির খতিয়ান,রেকর্ডীয় খতিয়ান, পর্চা প্রাপ্তির অনলাইন আবেদন,খাস জমির অবস্থান জানা  ও বন্দোবস্ত প্রাপ্তির আবেদন দাখিল, কবুলিয়ত ফরম পূরণ, অর্পিত সম্পত্তির লিজ ও নবায়নের আবেদন, পরিত্যক্ত সম্পত্তির  লিজ ও ভাড়া প্রদানের আবেদন, সায়রাতমহল নিজের আবেদন ও অর্থ জমা দান, মৌজা ম্যাপের জন্য আবেদন ও গ্রহণ এবং মিস কেসের আবেদন করা এ সকল সেবা গ্রহণ করতে পারবেন। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ